চট্টগ্রামে সৈকতে শৃঙ্খলা ফেরাতে কমিটি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও : বাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন > ঢিলেঢালা অভিযানে ১১ জনকে জরিমানা

পরের সংবাদ

ফিরছেন সুজন-মুশফিক, বাকিরা ১৫ জানুয়ারি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নিউজিল্যান্ডের সঙ্গে তাদের মাটিতে শেষ কয়েক বছরে কোনো দেশ টেস্ট ম্যাচ জিতেনি। তবে বেশ দাপটে খেলে কিউইদেরকে ধরাশায়ী করেছে টাইগাররা। প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে মুমিনুল বাহিনী। তবে শেষ টেস্টে ইনিংস ও ১১৭ রানে হেরে বিদেশের মাটিতে সিরিজ ড্রয়ের স্মৃতি নিয়ে দেশে ফেরার অপেক্ষায় আছে টাইগাররা। তবে পুরো দল নিয়ে দেশে ফিরতে ফ্লাইট নিয়ে বেধেছে যত বিপত্তি। ৯-১৩ জানুয়ারি ৫ দিনে ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হওয়ার কথা ছিল। ব্ল্যাক ক্যাপসদের বোলিং তোপে তরুণ মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্তরা মাঠে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ইনিংস ব্যবধানে হারতে হয়েছে মুমিনুল বাহিনীকে। দ্বিতীয় টেস্টে টাইগার ব্যাটসম্যান লিটন দাস পেয়েছেন তার ব্যক্তিগত দ্বিতীয় শতক। ফলে নির্ধারিত সময়ের আগেই সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ায় ইবাদত-তাসকিনদের দেশে ফেরার বিষয়ে ভক্তদের জানার আগ্রহ বেড়েছে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, আজ যে কোনো সময় দেশে ফিরবেন দলের অন্যতম সিনিয়র সদস্য মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেক মাহমুদ সুজন। দলের বকি সদস্যরা ১৪ জানুয়ারি দেশের উদ্দেশে রওনা হবেন। দেশে ফেরার ফ্লাইটে চড়ার আগে এই কদিন ছুটি কাটাবেন ক্রিকেটাররা।
নিউজিল্যান্ড ঘুরে দেখার সুযোগও পাচ্ছেন ইবাদত-শরিফুলরা। কারণ দেশে ফিরেই বিপিএল খেলতে হবে তাদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়