চট্টগ্রামে সৈকতে শৃঙ্খলা ফেরাতে কমিটি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও : বাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন > ঢিলেঢালা অভিযানে ১১ জনকে জরিমানা

পরের সংবাদ

পেরুতে করোনায় এক লাখ শিশু মা-বাবাহীন

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : করোনা মহামারির ভয়াবহ রূপ দেখেছে লাতিন আমেরিকার দেশ পেরু। করোনায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর হার দেশটিতে। এর মধ্যেই স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পেরু সরকার জানিয়েছে, দেশটির প্রায় ১ লাখ শিশু তাদের মা-বাবার মধ্যে অন্তত একজনকে করোনা সংক্রমণে হারিয়েছে। খবর এএফপির। চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটের বরাত দিয়ে পেরুর নারীবিষয়কমন্ত্রী আনাহি দুরান্দ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের প্রায় ৯৮ হাজার শিশু মহামারির সময় তাদের মা, বাবা অথবা অভিভাবককে হারিয়েছে।’
এএফপির বিশ্লেষণে দেখা গেছে, পেরুতে প্রতি ১০ লাখে ৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুহারের দিক দিয়ে সারা বিশ্বে এটি রেকর্ড। এ মুহূর্তে ১৮ হাজারের বেশি পরিবারকে প্রতি দুই মাসে ৫০ মার্কিন ডলার করে আর্থিক সহায়তা দিচ্ছে দেশটির সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়