চট্টগ্রামে সৈকতে শৃঙ্খলা ফেরাতে কমিটি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও : বাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন > ঢিলেঢালা অভিযানে ১১ জনকে জরিমানা

পরের সংবাদ

নওগাঁয় শিশুকে গণধর্ষণ

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দ্বিতীয় শ্রেণির এক শিশু পাশবিক নির্যাতনের ঘটনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ওই শিশু নওগাঁ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে আটকদের বিজ্ঞ আদালতে নিয়ে যাওয়া হলে তাদের যশোর সেভ হোমে পাঠানোর নির্দেশ দেন। গত ৯ জানুয়ারি সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- মৃত গোপেশের ছেলে লাল মন, মৃত বীরেণ ওরফে ধীরেণের ছেলে আপন, ভোটকার ছেলে মধু। নির্যাতনে শিকার শিশুর বাবা বলেন, গত ৯ জানুয়ারি আমরা মাঠে কাজ করতে গিয়েছিলাম। মেয়েটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলা শেষে বাড়ির পশ্চিম পাশে একা প্লাস্টিক কুড়াচ্ছিল। এ সুযোগে প্রতিবেশীর তিন ছেলে আমার মেয়ের মুখ চেপে ধরে তাদেরই একজনের বাড়িতে নিয়ে যায়। সেখানে পাশবিক নির্যাতনের পর মেয়েটিকে ফেলে তারা পালিয়ে যায়।
পরে ওই বাড়ি থেকে মেয়ে রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে বেরিয়ে আসে। এ সময় এক প্রতিবেশী বিষয়টি বুঝতে পেরে আমাদের জানান। দুপুর ২টার দিকে বাড়ি এসে দেখি মেয়ের শারীরিক অবস্থা অনেক খারাপ হয়েছে। বিকালেই তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে ছিল।
তিনি বলেন, সোমবার বিকালে বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করি। মেয়ের এখনো ব্লিডিং হচ্ছে। তবে আগের চেয়ে অবস্থা অনেকটা ভালো।
এ বিষয়ে নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে সোমবার থানায় মামলা করেন। মামলার পর এলাকা থেকে তিন কিশোরকে আটক করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আটকদের বিজ্ঞ আদালতে তোলা হলে তাদের সেভ হোমে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়