চট্টগ্রামে সৈকতে শৃঙ্খলা ফেরাতে কমিটি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও : বাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন > ঢিলেঢালা অভিযানে ১১ জনকে জরিমানা

পরের সংবাদ

আজিজ বাহিনীর প্রধান ১৪ মামলার আসামি আজিজ গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী, ৫টি হত্যাসহ ১৪ মামলার আসামি আজিজ উদ্দিন ইমুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাউজানের সন্ত্রাসী গ্রুপ ‘আজিজ বাহিনী’র প্রধান আজিজ উদ্দিনকে গত মঙ্গলবার রাতে নগরের আকবরশাহ থানার এ কে খান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বিষয়টি জানায় র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাউজান-রাঙামাটি সড়কের চারাবটতল এলাকায় মুখোশ পরে সিনেমা স্টাইলে মাইক্রোবাস থেকে নেমে গুলি করে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয় যুবলীগের কর্মী শহিদুল আলমকে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এবং পরবর্তীতে পুলিশের দাখিল করা অভিযোগপত্রে এক নম্বর আসামি হিসেবে আজিজের নাম আছে। পরবর্তীতে আজিজ উদ্দিনসহ জড়িত আসামিরা পরস্পর যোগসাজশে সৌদিআরব চলে যায়। সেখানে থেকেই আজিজ তার বাহিনী পরিচালনা করত। ২০২১ সালের শুরুতে আজিজ দেশে ফিরে আসে। তবে এলাকায় না গিয়ে শহরে আত্মগোপন করে থাকে।
র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গোয়েন্দা নজরদারি, আধুনিক ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার অভিযান পরিচালনা করে আজিজকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ শহিদুল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাউজান থানায় ৫টি হত্যা মামলা ছাড়াও চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমসহ ১৪টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আজিজকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়