চট্টগ্রামে সৈকতে শৃঙ্খলা ফেরাতে কমিটি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও : বাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন > ঢিলেঢালা অভিযানে ১১ জনকে জরিমানা

পরের সংবাদ

আগ্রহের শীর্ষে লাভেলো

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৮টির বা ২৩.২৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইস্ক্রিমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস লাভেলো আইস্ক্রিমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৯.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৫০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাভেলো আইস্ক্রিম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএকে সিরামিকের ৯.৮২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৯.৫৪ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৮.৭২ শতাংশ, রবির ৭.৮৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.৭২ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ৭.৪৯ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬.৫০ শতাংশ, ফরচুন সুজের ৫.৫৬ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ৫.১১ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়