হাতিরঝিলের সড়ক বন্ধে রাজধানীতে তীব্র যানজট

আগের সংবাদ

বিশাল লক্ষ্যমাত্রার বাজেট প্রস্তুতি : সম্ভাব্য আকার ৬,৭৫,১৩৯ কোটি টাকা, আয় ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

পরের সংবাদ

বাগাতিপাড়া পৌর নির্বাচন : আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীর জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে ইশতেহার ঘোষণার পরপরই স্বতন্ত্র মেয়র প্রার্থী ময়মূর সুলতানকে জরিমানা করা হয়েছে। পৌরসভা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে জনসমাগম ঘটিয়ে অনুষ্ঠান করায় তাকে এই জরিমানা করা হয়। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার বিহারকোল বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন। প্রার্থী ময়মূর সুলতান বলেন, ইশতেহার ঘোষণার জন্য তিনি প্যান্ডেল করলেও নির্বাচন কমিশনের নির্দেশনা পেয়ে অনুষ্ঠানের আগেই তা ভেঙে ফেলেন। পরে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নির্মাণাধীন মডেল মসজিদ সংলগ্ন উন্মুক্ত স্থানে তিনি ১৩ দফা ইশতেহার ঘোষণা করেন। ওই অনুষ্ঠানের পরপরই তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা জানান, প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে জনসমাগম ঘটিয়ে অনুষ্ঠান করায় পৌরসভা নির্বাচনী আচরণবিধির ৭ এর ক ধারা মোতাবেক তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়