হাতিরঝিলের সড়ক বন্ধে রাজধানীতে তীব্র যানজট

আগের সংবাদ

বিশাল লক্ষ্যমাত্রার বাজেট প্রস্তুতি : সম্ভাব্য আকার ৬,৭৫,১৩৯ কোটি টাকা, আয় ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

পরের সংবাদ

দ্বিতীয় শিরোপার সন্ধানে মাঠে নামছে যুবারা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ সালে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ট্রফি জিতে নেয় বাংলাদেশ। এদিকে আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৪তম আসর। আগামী রবিবার সেন্ট কিটসে এন্ড নেভিসে বাংলাদেশ দ্বিতীয় শিরোপার সন্ধানে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) আয়োজিত কোনো বড় আসরে শিরোপা জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ অথবা চ্যাম্পিয়নশিপ ট্রফির আক্ষেপ অবশ্য ঘুচিয়েছেন টাইগার যুবারা। ২০২০ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবার আইসিসির কোনো বড় আসরের শিরোপা জিতে নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটি জয় করা, টাইগার যুবারা এবার দ্বিতীয় শিরোপার সন্ধ্যানে নেমেছেন। আগামী রবিবার ‘এ’ গ্রুপের ম্যাচে রাকিবুল হাসানদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপের ১৪তম আসরে চারটি গ্রুপে মোট ১৬টি দল অংশ নিয়েছে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের যুবারা ইংল্যান্ড ছাড়াও প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে। কানাডার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগামী ২০ জানুয়ারি মাঠে নামবে। এরপর একদিন বিরতি দিয়ে আগামী ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে মোকাবিলায় মাঠে নামবে ডিফেন্সিভ চ্যাম্পিয়নরা। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় সকাল ১০টায় সেন্ট কিটস ও নেভিসে অনুষ্ঠিত হবে।
এদিকে ‘বি’ গ্রুপে গত আসরের রানার্স আপ ভারতের সঙ্গে বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা। যুব বিশ্বকাপে ১৪তম আসরে এশিয়ার দুই দল পাকিস্তান ও আফগানিস্তান আছে গ্রুপ ‘সি’ তে। তাদের গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি। গ্রুপ ‘ডি’ তে আছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার যুব বিশ্বকাপের ১৪তম আসরে গ্রুপপর্বের ম্যাচ শুরু হয়ে শেষ হবে আগামী ২২ জানুয়ারি। এরপর ২৬ জানুয়ারি থেকে শুরু হবে সুপার লিগের ম্যাচ। প্রতিটি গ্রুপের সেরা দুই দলকে নিয়ে মোট আট দল খেলবে এ সুপার লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। এরপর আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি হবে আসরটির ২টি সেমিফাইনাল। যুব বিশ্বকাপের ১৪তম আসরের ফাইনাল আগামী ৫ ফেব্রুয়ারি বার্বুডাতে অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২০ সালে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রæমে রচিত হয়েছে ইতিহাস। ঊনিশের যুবাদের হাত ধরে বিশ্বজয় করল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নেয় আকবর আলীর দল। যে কোনো পর্যায়ের ক্রীড়া আসরের বিশ্বমঞ্চে বাংলাদেশের কোনো দলের এটাই সেরা সাফল্য। ওই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পেসারদের তোপে নির্ধারিত ৪৭.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ৪২.১ ওভারে ৭ উইকেটে ১৭০ রান তুলে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের নতুন প্রজন্ম ক্রিকেট দুনিয়াকে বার্তা দিয়ে রাখল- আমরা উঠে আসছি। জয়ের কাছে গিয়ে হারের স্মৃতি কম নেই বাংলাদেশের। সিনিয়র ক্রিকেটে একের পর এক ফাইনালে হার দেখেছে বাংলাদেশ। যুব ক্রিকেটেও হয়েছে তীরে এসে তরী ডোবার অভিজ্ঞতা। সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই বাংলাদেশ জয়ের দুয়ারে গিয়ে হেরেছিল ভারতের বিপক্ষে। তবে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৩তম যুব বিশ্বকাপ আসরের ফাইনালে সে ভুল করেনি বাংলাদেশ। ঠাণ্ডা মাথায় দলকে বন্দরে নিয়ে যান অধিনায়ক আকবর আলী। পেয়েছেন পারভেজ হোসেন ও রকিবুল হাসানের দারুণ সহায়তা। এবার সে রকিবুল দলের দায়িত্ব নিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজে। হয়তো তার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতবে যুব টাইগাররা।
এর আগে গত ডিসেম্বরে যুবাদের এশিয়া ও বিশ্বকাপের জন্য স্কোয়াড দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করে বোর্ড। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রকিবুল হাসানের হাতেই দেয়া হয়েছে এ যুব দলের নেতৃত্ব। রকিবুল ছাড়াও গত যুব বিশ্বকাপজয়ী দলের প্রান্তিক নওরোজ নাবিল ও তানজিম হাসান সাকিব আছেন এবার স্কোয়াডে। তবে বিশ্বকাপে যাওয়ার আগে যুব এশিয়া কাপে রকিবুল হাসানরা শতভাগ সফলতা অর্জন করতে পারেনি। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১০৩ রানের বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। অবশ্য এর আগে ভারতের যুবাদের তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ করেছিল টাইগার যুবারা।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এস এম মেহরব হাসান, আইচ মোল্লাহ, আবদুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাঈমুর রহমান নয়ন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়