হাতিরঝিলের সড়ক বন্ধে রাজধানীতে তীব্র যানজট

আগের সংবাদ

বিশাল লক্ষ্যমাত্রার বাজেট প্রস্তুতি : সম্ভাব্য আকার ৬,৭৫,১৩৯ কোটি টাকা, আয় ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

পরের সংবাদ

কুমিল্লায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার : প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জানে আলম মজুমদার দুলাল, কুমিল্লা থেকে : ফাঁদে ফেলে সর্বস্বান্ত করা প্রতারক চক্রের তিন নারী সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় সাড়ে ১৬ লাখ টাকাসহ এক ব্যবসায়ীকে অপহরণের পর উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ কুমিল্লার শাকতলার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, কুমিল্লা শহরের জনৈক ব্যবসায়ী র‌্যাবের কার্যালয়ে অভিযোগ করেন, তাকে নারী প্রলোভনে আটক করে একটি প্রতারক চক্র র‌্যাব ও মামলার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এ অভিযোগের সূত্র ধরে র‌্যাব-১০ জানুয়ারি রাতভর কুমিল্লা কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাব প্রতারক চক্রের তিন নারী সদস্য কুমিল্লার চান্দিনা উপজেলার অম্বলপুর গ্রামের জোছনা আক্তার (২৫), কোতোয়ালি থানার আড়াইওরা গ্রামের হাসি আক্তার (২৪) ও তার ছোট বোন মিন্নি আক্তারকে (১৮) গ্রেপ্তার করে। এছাড়া একই সময়ে প্রতারক চক্রের মূল হোতা ও নারীদের সহযোগী কোতোয়ালি থানার দক্ষিণ চর্থার আনোয়ার হোসেন (৩৫) ও সদর দক্ষিণ থানার দিশবন্দ গ্রামের জুম্মন মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক ঘটনায় সাড়ে ১৬ লাখ টাকাসহ কাজী ওমর শরীফ প্রকাশ সোহেল নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর ওই টাকাসহ ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী সোহরাব হোসেন বিপ্লবকেও গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক জানান, এসব ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়