হাতিরঝিলের সড়ক বন্ধে রাজধানীতে তীব্র যানজট

আগের সংবাদ

বিশাল লক্ষ্যমাত্রার বাজেট প্রস্তুতি : সম্ভাব্য আকার ৬,৭৫,১৩৯ কোটি টাকা, আয় ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

পরের সংবাদ

কারচুপির অভিযোগ : শ্রীমঙ্গলে সদস্য প্রার্থীর পুনঃভোট দাবি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে সদ্য সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে কারচুপি, ভোট জালিয়াতি ও ভয় দেখানোর অভিযোগ এনে উপজেলা রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন এক ইউপি সদস্য প্রার্থী। গত রবিবার বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন রাজঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বিকাশ গোয়ালা। লিখিত অভিযোগে তিনি জানান, তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী জয়দেব ঘোষ তার ভোটার ও সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে ভোটকেন্দ্রে আসতে বাধা প্রয়োগ করেন। তিনি জানান, রেজাল্ট শিট না দিয়েই জোর করে তার এজেন্টের স্বাক্ষর নিয়ে নেয়া হয়। এখনো তার হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ৪নং ওয়ার্ডে পুনঃভোট গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়