হাতিরঝিলের সড়ক বন্ধে রাজধানীতে তীব্র যানজট

আগের সংবাদ

বিশাল লক্ষ্যমাত্রার বাজেট প্রস্তুতি : সম্ভাব্য আকার ৬,৭৫,১৩৯ কোটি টাকা, আয় ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষক : আচ্ছা, বলো তো, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন পশুর নাম কী?
সজল : স্যার, জেব্রা।
শিক্ষক : বলো কী! তা জেব্রাকে কেন তোমার প্রাচীন পশু মনে হলো?
সজল : স্যার, প্রাচীনকালে সব কিছুই তো সাদা-কালো ছিল। যেমন- টিভি, মোবাইল ফোন। এখন সেই সাদা-কালোর বদলে হয়েছে রঙিন। কিন্তু জেব্রা তো এখনো সেই সাদা-কালোই রয়ে গেছে। তাহলে তো জেব্রা প্রাচীনকালেরই পশু হওয়ার কথা, স্যার!

২.
বিচারক : তোমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে জানো?
চোর : সকাল সকাল দোকানে গিয়ে বাজার করার জন্য।
বিচারক : হুম, তাহলে তো তোমার কোনো অপরাধ হয়নি। যা-ই হোক, তুমি কত সকালে দোকানে গিয়েছিলে?
চোর : একটু বেশি সকালেই গিয়েছিলাম। দোকান খোলার আগেই দোকানের ভেতরে গিয়েছিলাম।
৩.
আদালতে রফিক ও তার বন্ধুর বিচার হচ্ছে-
বিচারক : এই দুইজনের কান কেটে দাও।
রফিক : না না, এই রায় দেবেন না। তাহলে আমি অন্ধ হয়ে যাবো।
বিচারক : আরে বোকা, কান কাটলে অন্ধ হয়ে যাবে কী করে?
রফিক : কান কাটা গেলে চশমা পরবো কীভাবে?

৪.
শিক্ষক : আগামীকাল সূর্যের ওপর তোমাদের পড়াবো। সবাই উপস্থিত থাকবে কিন্তু।
পল্টু : স্যার, আমি থাকতে পারবো না!
শিক্ষক : কেন?
পল্টু : স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন। অত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে।
– সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়