রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ল সহ¯্রাধিক ঘর

আগের সংবাদ

তিন জট থেকে মুক্তির প্রত্যাশা > নাসিক নির্বাচন ঘিরে ভোটারদের মতামত : জলজট, যানজট ও আবর্জনা জট নারায়ণগঞ্জবাসীর গলার কাঁটা

পরের সংবাদ

মেসিবিহীন পিএসজির হোঁচট

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : করোনা থেকে সুস্থ হয়ে প্যারিসে ফিরেছেন লিওনেল মেসি। তবে পর্যবেক্ষণে থাকায় গতকাল লিওর বিপক্ষে ফ্রেঞ্চ লিগের ম্যাচটিতে দলে ছিলেন না এই আর্জেন্টাইন সুপার স্টার। ইনজুরিতে থাকায় একাদশে ছিলেন না দলের আরেক তারকা নেইমার জুনিয়র। তার অনুপস্থিতি ভুগিয়েছে প্যারিসের দলটিকে। জ¦লে উঠতে পারেননি কিলিয়ান এমবাপ্পে, ইকার্দিরা। প্রতিপক্ষের মাঠে গতকাল কোনো রকম হার এড়িয়ে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। লুকাস পাকুয়েতার গোলে পিছিয়ে পড়ার পরে দলকে সমতায় ফেরান টিলো কেরার। এদিকে ইংল্যান্ডের তৃতীয় সারির লিগ এফএ কাপে গতকাল শ্রæসবেরির বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল।
মেসি-নেইমার নেই, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান ড্রাক্সলারসহ আরো অনেকেও করোনায় আক্রান্ত। সে কারণে কাল আক্রমণে এমবাপ্পের সঙ্গে মাউরো ইকার্দিকে নিয়ে দল সাজান পচেত্তিনো। কিন্তু পিএসজিকে মূলত হারের হাত থেকে বাঁচিয়েছে তাদের গোলকিপার কেইলর নাভাস আর তাদের রক্ষণের নৈপুণ্য। পার্ক অলিম্পিক লিওনাইসে গতকাল ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই চলল। উভয়পক্ষই সুযোগ পেল অনেক, কিন্তু কাজে লাগাতে পারল খুব কম। ম্যাচের শুরুতে পাওয়া গোলে দারুণ জয়ের সম্ভাবনা জাগালো অলিম্পিক লিও। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। শেষ দিকে গিয়ে হার এড়াল পিএসজি। লিওর ঘরের মাঠে গতকাল লিগ ওয়ানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লুকাস পাকুয়েতার গোলে পিএসজি পিছিয়ে পড়ার পর সমতা টানেন টিলো কেরার। কোভিড থেকে সেরে উঠলেও ধকল কাটিয়ে উঠতে না পারায় ছিলেন না লিওনেল মেসি। আর নেইমার তো চোটে আগে থেকেই বাইরে। দুই তারকার অনুপস্থিতিতেও আক্রমণে আধিপত্য করে পিএসজি। পুরো ম্যাচে বল দখলে অনেক এগিয়ে থেকে তারা গোলের উদ্দেশ্যে ১৫টি শট নেয়। যদিও লক্ষ্যে রাখতে পারে মাত্র ৩টি। আর স্বাগতিকদের ১১ শটের ৪টি ছিল লক্ষ্যে। লিগে এই নিয়ে শেষ পাঁচ রাউন্ডে ৪টিতে পয়েন্ট হারাল মাওরিসিও পচেত্তিনোর দল। আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ঘরের মাঠে লিওকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি। ডিসেম্বরে চার ম্যাচের ৩টিতে ড্র করা পিএসজি এদিন শুরুতেই পিছিয়ে পড়ে। ম্যাচের পঞ্চম মিনিটে গোলরক্ষক কেইলর নাভাস প্রতিপক্ষের মিডফিল্ডার হুসেমের শট ঝাঁপিয়ে ফেরালেও দুই মিনিট পর আর পারেননি। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রæ পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন পাকুয়েতা। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি নাভাস। সেপ্টেম্বরের ওই ম্যাচেও এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোলে এগিয়ে গিয়েছিল লিও। এরপর ম্যাচের ২১তম মিনিটে গোল পেতে পারত পিএসজি। তবে লেয়ান্দ্রো পারেদেসের শটে শেষ মুহূর্তে সামান্য বাঁক খাওয়া বল ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক অঁতনি লোপেস। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে মার্কিনিয়োসের শট একজনের পায়ে লেগে উঁচু হয়ে গোলরক্ষকের ওপর দিয়ে লক্ষ্যেই ছিল। কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের উপর দিয়ে পাঠান লোপেস। ম্যাচের ৪২তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি পিএসজি। কর্নার থেকে উড়ে আসা বল লিওর রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান এমবাপ্পে। তার শট দূরের পোস্টে প্রতিহত হয়। বিরতির পর কয়েকটি ভালো আক্রমণ করে পিএসজি। কিন্তু উল্লেখযোগ্য কিছু করতে পারেনি তারা। ম্যাচের ৫৯তম মিনিটে পাল্টা আক্রমণে দারুণ সুযোগ পায় লিও। তবে মুসা দেম্বেলের শট ঝাঁপিয়ে ফেরান নাভাস। আলগা বল সতীর্থের পা ঘুরে পেয়ে হুসেমের নেয়া শট রক্ষণে প্রতিহত হয়। অনেক চেষ্টার পর ম্যাচের ৭৬তম মিনিটে সমতায় ফেরে পিএসজি। ডি-বক্সে ডান দিকে ফাঁকায় বল পেয়ে টিলো কেরারের নিচু শট পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন গোলরক্ষক। কিন্তু তার পায়ে লেগেই বল চলে যায় জালে। তিন মিনিট পর ফের এগিয়ে যেতে পারত লিও। তবে ডান দিক থেকে রায়ান চের্কির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একটু পর আবারো এমবাপ্পের পথে দুর্ভাগ্য বাদ সাধে। বাঁ দিক থেকে তার বাঁকানো ফ্রি কিক দূরের পোস্টে লাগে। মূল্যবান দুটি পয়েন্ট হারালেও লিগ টেবিলের শীর্ষস্থান মজবুতই থাকছে পিএসজির। এ নিয়ে লিগে সর্বশেষ পাঁচ ম্যাচের ৪টিতেই ড্র করল মরিসিও পচেত্তিনোর দল। ২০ ম্যাচে ১৪ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৭। ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। মৌসুমে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া লিও ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে।
জয় না পেলেও শেষ দিকে গোল বের করে নেয়াতে তৃপ্তি খুঁজে নিচ্ছেন গোলদাতা কেরার। ম্যাচ শেষে তিন বলেন, ‘আমরা যা চেয়েছিলাম তা হয়নি, আরো ভালো খেলতে হতো। তবে শেষ দিকে এসে গোল পাওয়া আমাদের চারিত্রিক দৃঢ়তা বোঝায়।’ লিও মিডফিল্ডার ব্রুনো গিমারেস অবশ্য অতটা হতাশ নন। ম্যাচ শেষে তিনি তার বক্তব্যে বলেন, ‘ফলটা যেমন চেয়েছি তেমন হয়নি ঠিকই, তবে আমরা ম্যাচের অনেকটা জুড়েই দাপট দেখিয়েছি। আশা করি, মৌসুমের দ্বিতীয়ার্ধে এই মানসিকতা নিয়ে খেলে যেতে পারব।’
এদিকে এফএ কাপে গতকাল নিজেদের মাঠে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতে চতুর্থ রাউন্ডে উঠে গেছে লিভারপুল। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিও। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাক ফ্লিকে এক গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনোও। শ্রæসবেরি ইংল্যান্ডের তৃতীয় বিভাগের লিগের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ১৫তম দল। যেখানে লিভারপুল প্রথম বিভাগে তৃতীয়। দুই ক্লাবে দুটি স্তরের ফারাক, মাঝে আছে আরো ৫৫টি ক্লাব। কিন্তু ২৭ মিনিটে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেয় শ্রæসবেরিই।

বাঁ দিক থেকে দারুণ ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে শ্রæসবেরিকে এগিয়ে দেন ড্যানিয়েল উডোহ। জবাব দিতে সময় লাগেনি লিভারপুলের। বক্সের মধ্যে বল পেয়ে দারুণ পায়ের কাজে এক ডিফেন্ডারকে ঘোল খাওয়ানোর পর ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান গর্ডন। বিরতির আগে এগিয়েও যায় লিভারপুল। রবার্টসনের ফ্রি-কিক ঠেকাতে গিয়ে বল লাগে শ্রæসবেরি ডিফেন্ডারের হাতে। পেনাল্টি থেকে বল জালে পাঠান ফাবিনিও। ম্যাচের ৬৪ মিনিটে ডিক্সন-বোনারকে উঠিয়ে ফিরমিনোকে নামান ক্লপ, লিভারপুলকে চিন্তামুক্ত করলেন তিনি চোখ ধাঁধানো গোলে। ডান দিক থেকে রাইটব্যাক ব্র্যাডলির কাটব্যাক শ্রæসবেরি বক্সে কোনাতের কাছে আসে, কিন্তু তার শট ঠিকমতো হয়নি। বল যায় পোস্টের সামনে দাঁড়ানো ফিরমিনোর কাছে। কিন্তু ফিরমিনো তখন গোলপোস্টের দিক থেকে উল্টো ঘুরে দাঁড়িয়ে, তার পেছনে শ্রæসবেরি গোলকিপারের পাশাপাশি আরো তিন ডিফেন্ডারের জমাট। কিন্তু ব্রাজিলিয়ান বলে কথা। বল নিয়ন্ত্রণে নিয়েই চকিতে পায়ের পেছনের অংশ দিয়ে বলটা ফ্লিক করে দেন ফিরমিনো। বল জালে, শ্রæসবেরির গোলকিপার-ডিফেন্ডাররা হতভম্ব। যোগ করা সময়ে দুরূহ কোণ থেকে জোরালো শটে লিভারপুলের চতুর্থ ও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ফাবিনিও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়