রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ল সহ¯্রাধিক ঘর

আগের সংবাদ

তিন জট থেকে মুক্তির প্রত্যাশা > নাসিক নির্বাচন ঘিরে ভোটারদের মতামত : জলজট, যানজট ও আবর্জনা জট নারায়ণগঞ্জবাসীর গলার কাঁটা

পরের সংবাদ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন : ৫০ বছর পূর্তিতে ডাকটিকিট অবমুক্ত

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি প্রথম দিনের কভার ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ডাকটিকিট এবং ১০ টাকার প্রথম দিনের কভার ও ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি। এ সময় একটি বিশেষ ক্যান্সেলার ব্যবহার করা হয়।
ঢাকা জিপিওর ফিল্যাটেলিক ব্যুরো থেকে এই ডাকটিকিট, প্রথম দিনের কভার ও ঢাকা কার্ড বিক্রয় করা হবে। এগুলো পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোয় পাওয়া যাবে। প্রথম দিনের কভারের জন্য চারটি জিপিওতে বিশেষ ক্যান্সেলার ব্যবহারের ব্যবস্থাও করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়