রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ল সহ¯্রাধিক ঘর

আগের সংবাদ

তিন জট থেকে মুক্তির প্রত্যাশা > নাসিক নির্বাচন ঘিরে ভোটারদের মতামত : জলজট, যানজট ও আবর্জনা জট নারায়ণগঞ্জবাসীর গলার কাঁটা

পরের সংবাদ

ধর্ম প্রতিমন্ত্রী : সরকার শিক্ষা খাতে নানা পদক্ষেপ নিয়েছে

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। এ বিষয়টি মাথায় রেখে বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে কোটি কোটি বই তুলে দিয়ে সরকার যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি উপবৃত্তি প্রদানসহ দেশের সব জাতিগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যারা সুশিক্ষায় শিক্ষিত করছেন সেই মহান কারিগরদের ছাত্রছাত্রীদের ব্যাপারে আরো আন্তরিক হতে হবে।
গতকাল সোমবার দুপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ২০২০-২১ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মাঠে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, ইউএনও জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এ. এম আবু তাহের, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়