রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ল সহ¯্রাধিক ঘর

আগের সংবাদ

তিন জট থেকে মুক্তির প্রত্যাশা > নাসিক নির্বাচন ঘিরে ভোটারদের মতামত : জলজট, যানজট ও আবর্জনা জট নারায়ণগঞ্জবাসীর গলার কাঁটা

পরের সংবাদ

দুঃসময়ে তিন মহারথী

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তিন ফুটবলার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। রোনালদো ও মেসি এরই মধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সে তুলনায় অবশ্য কিছুটা পিছিয়ে আছেন নেইমার। তবে একুশ শতকের সেরা ফুটবলারের তালিকা করলে সেখানে সেরা দশেই ঠাঁই পাবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানটা দখল করে নেবেন পর্তুগিজ ও আর্জেন্টাইন সুপার স্টার। পৃথিবীব্যাপী ফুটবলে প্রেম ছড়িয়েছেন এই তিন মহারথী। বিশ্বের আনাচে-কানাচে তাদের সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে তাদের সমর্থকরা বেশ কিছুদিন গলা ছেড়ে আনন্দ উদযাপন করতে পারছেন না। ফুটবল মাঠে আলো ছড়াতে পারছেন না এই তিন মহারথী। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন বছরের শুরু থেকে মাঠে নেই লিওনেল মেসি। গত বছর ইনজুরিতে পড়ে পুনর্বাসনে যাওয়া নেইমার ফিরতে পারেননি মাঠে। ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামলেও পারছেন না পারফরম্যান্সে ঝলক দেখাতে। তবে রোনালদো, নেইমারের তুলনায় মাঠের বাইরে ভালোই সময় কাটছে মেসির। গত নভেম্বরে জিতেছেন ক্যারিয়ারে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর। সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ জানুয়ারি ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদর দপ্তর জুরিখে আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতবেন আর্জেন্টাইন সুপার স্টার। গত বছরের আগস্টে নিজের শৈশবের ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টেনে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। তবে ক্যাম্প ন্যু’য়ের নায়ক প্যারিসে এসে নিজেকে খুব একটা রাঙাতে পারেননি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে গোলের দেখা পেয়েছেন মাত্র ৬টি। যা তার মতো তারকা ফুটবলার ক্ষেত্রে একেবারেই মানানসই নয়। এর মধ্যে যে নতুন বছরটা রাঙাতে যাবেন নতুন উদ্যমে করোনা আক্রান্ত হয়ে ছিটকে গেছেন মাঠের বাইরে। নতুন বছরের দ্বিতীয় দিন নিয়মিত করোনা টেস্টে পজিটিভ হন মেসি। আক্রান্ত হলেও মেসির শরীরে কোনো উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে। তাই নেগেটিভ হওয়ার অপেক্ষায় আইসোলেশনে ছিলেন এই তারকা ফরোয়ার্ড। অবশ্য আক্রান্ত হওয়ার সপ্তাহ খানেকের মধ্যে সুস্থ হয়ে আর্জেন্টিনা থেকে প্যারিসেও পা রাখেন তিনি। তবে ধকল কাটিয়ে না ওঠায় লিওর বিপক্ষে গত কালের ম্যাচটিতে মাঠে নামতে পারেননি তিনি। নতুন বছরে মাঠে নামার অপেক্ষা তার আরো বাড়ল। তবে মেসি এবার ফিফা বর্ষসেরা হচ্ছেন গত বছরে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য। গত বছরের জুলাইয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন, ঘুচিয়েছেন আর্জেন্টিনার ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা খরা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন (৪টি), সবচেয়ে বেশি গোল বানিয়েও দিয়েছেন (৫টি), টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও মেসিই। এর বাইরে এই মৌসুমে পিএসজিতে যোগ দেয়ার আগে গত মৌসুমে বার্সেলোনার হয়ে লিগের সেরা গোলদাতা হয়েছেন, বার্সাকে কোপা দেল রেও জিতিয়েছেন। তবে মেসির সঙ্গে সেরা তিনে মনোনীত পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি ও মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে মেসি সেরা হতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। আগামী ১৭ জানুয়ারি জুরিখে ফিফার সদর দপ্তর থেকে সরাসরি স¤প্রচারিত অনুষ্ঠানে জানা যাবে বর্ষসেরার নাম।মেসি না হয় সপ্তম ব্যালন ডি’অর জয় ও সম্ভাব্য বর্ষসেরার পুরস্কার নিয়ে নিজের দুঃসময়কে ভুলে যেতে চাইবেন। কিন্তু পর্তুগিজ তারকা কিভাবে শাক দিয়ে মাছ ঢাকবেন। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজ দেশকে পারেননি সরাসরি কাতার বিশ্বকাপের টিকেট এনে দিতে। যদিও একটি সুযোগ এখনো বাকি আছে, তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কাতার বিশ্বকাপে খেলবে পর্তুগাল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগেও তার দলের দৈন্যদশা। শিরোপা দৌড়ে নেই ম্যানচেস্টার ইউনাইটেড সেটা অনেক আগেই বোঝা গিয়েছিল। আর্সেনাল, ওয়েস্ট হ্যাম ও টটেনহ্যামের মতো দলগুলোর পেছনে টেবিলের তাদের অবস্থান। ম্যান সিটি, চেলসি, লিভারপুল যেখানে শিরোপা দৌড়ে লড়াই করে যাচ্ছেন সেখানে তারা অবস্থান করছেন টেবিলের সাতে। নতুন করে ম্যানচেস্টারের জার্সি গায়ে জড়ানোর পরে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলে ২১ ম্যাচ খেলেছেন রোনালদো, করেছেন ১৪ গোল। স্কোরার হিসেবে হয়তো তিনি খারাপ অবস্থানে নেই, কিন্তু দলকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। যার অধীনে রিয়াল মাদ্রিদ এত এত ট্রফি জিতল, সে রোনালকো কি ওল্ড ট্রাফোর্ডে এসে ফুরিয়ে গেল? রোনালদো আবার ফিরে আসবেন, জিতবেন ক্যারিয়ারের ষষ্ঠ ব্যালন ডি’অর, এমন প্রত্যাশা কোটি ফুটবলপ্রেমীর।
রোনালদো বয়স কিছুদিন পরে ৩৭-এ পা রাখবে। তাই হয়তো কিছুটা ছাপ পড়েছে পর্তুগিজ তারকার পারফরম্যান্সে। কিন্তু নেইমার জুনিয়র, যেভাবে নাম ছড়িয়ে ফুটবলে এসেছিলেন, ঠিক সেভাবে কি পারফরম্যান্স ঝলক দেখাতে পেরেছেন? গত বছরের নভেম্বরে লিগ ওয়ানের একটি ম্যাচে ইনজুরিতে পড়ে ছিটকে যান নেইমার। আছেন পুনর্বাসনে। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ফিরতে পারেননি মাঠে। এর চেয়ে বাজে দুঃসময় এই ব্রাজিলিয়ান তারকার আর কি হতে পারে! নেইমারের দুঃসময়টা কাটেনি মাঠেও। ইনজুরিতে পড়ার আগে চলতি মৌসুমে পিএসজির জার্সি গায়ে ১৪টি ম্যাচ খেলেছেন নেইমার। এর মধ্য গোলের দেখা পেয়েছেন ৩টি। লিগ ওয়ানে ১০ ম্যাচে সে গোলগুলো করেছেন তিনি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ৪ ম্যাচ খেলেও তিনি গোলশূন্য। বয়সটা ২৯, ফেব্রুয়ারিতে পা দেবেন ৩০ বছরে। অথচ এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। যে বয়সে রোনালদো, মেসিরা ব্যালন ডি’অরের সংখ্যা বাড়ানোর জন্য তুমুল প্রতিযোগিতায় নামতেন, সে বয়সেও শূন্য হাতে দাঁড়িয়ে নেইমার। আগামী কাতার বিশ্বকাপ পেলের উত্তরসূরির জন্য নিজেকে প্রমাণের শেষ সুযোগ। এরপর হয়তো কখন ফুরিয়ে যাবেন তা টেরই পাওয়া যাবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়