সোনারগাঁওয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি নির্দেশনা নিয়ে বিভ্রান্তি

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আইনশৃঙ্খলা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি : আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, সদর উপজেলা চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, এনএসআইর সহকারী পরিচালক হেমায়েত হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের মো. আব্দুল মজিদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। সভায় জেলার আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ফ্রি চক্ষু চিকিৎসা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ফ্রি চক্ষুসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) উদ্যোগে শনিবার কার্যক্রমে সার্বিক সহায়তা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের বরিশাল শাখা। এ সময় উপস্থিত ছিলেন পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, মহিপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ফুজিটেক কলাপাড়া শাখার নির্বাহী পরিচালক মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।

শীতবস্ত্র বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুরে চণ্ডিগড় অনাথ আশ্রমের ১০০ অনাথ ছেলে-মেয়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে অনাথ আশ্রমে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ হয়। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি শাহনুর এ আলম, আশ্রম মাতা নিশা দেবী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি নুরুল আলম, কম্পিউটার প্রশিক্ষক লিটন হাজং, দোলন হাজং, বিদ্যুৎ সরকার, সৈকত সরকার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়