জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

সাংবাদিকের বাড়িতে ডাকাতি দৌলতপুরে

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে সাংবাদিকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় দেড় লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ডাকাতকবলিত সাংবাদিক মো. জুয়েল বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইন’-এর স্টাফ রিপোর্টার।
জানা যায়, গত শুক্রবার রাতে ৫-৭ জনের একটি ডাকাত দল বাড়ির বারান্দার গ্রিল কেটে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে দেড় লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘিওর-দৌলতপুরের সার্কেল এএসপি তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান, থানার ওসি জাকারিয়া হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সাংবাদিকের বাড়িতে ডাকাতি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন।
ওসি বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়