জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কম্বল বিতরণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলাল উপজেলায় কাতারের আর্থিক সহযোগিতায় দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ক্ষেতলাল পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লার নেতৃত্বে উপজেলার দুস্থ ও গরিব লোকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উপপরিচালক নাজমুল সাহাদৎ, ক্ষেতলাল পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি : জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স কমিটির আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ৪৫টি ইভেন্টে জেলার ২ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে। শনিবার বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সংস্থার সহসভাপতি মো. আইয়ুব খান বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

আর্থিক সহায়তা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া বাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান মালিকদের অর্থ সহায়তা দিয়েছেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। শনিবার সকালে তার প্রতিনিধি হিসেবে উপজেলা আওয়ামী লীগ নেতারা ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীর প্রত্যেককে ২০ হাজার টাকার চেক দেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন। প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি কোদালধোয়া বাজারের উত্তর পাশের গলিতে অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান
ভস্মীভূত হয়।

শিক্ষার্থীদের বৃত্তি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থায় হীড বাংলাদেশের উদ্যোগে সৈয়দপুরে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়েছে। সংস্থার সঙ্গে জড়িত সদস্যদের ২০ জন মেধাবী সন্তান এ বৃত্তি লাভ করে। শনিবার শহরের নতুন বাবুপাড়ায় সংস্থা চত্বরে অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম। সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আ.লীগ নেতা প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান রাশেদ ও কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু। এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুরের এরিয়া ম্যানেজার অলক কুমার হালদার, বিরামপুরের ডিপোটি এরিয়া ম্যানেজার সঞ্জয় রায়, শাখা ব্যবস্থাপক যোগেশ মণ্ডল, এলাকা হিসাব রক্ষক হাসিবুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়