জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

মহেশখালীতে ১৮ হাজার ছাত্রছাত্রীর টিকাদান শুরু

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : ১২-১৮ বছর বয়সি শিক্ষার্থীরা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করছে। গতকাল শনিবার সকাল ১০টায় মহেশখালী উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর মাঝে এই টিকা কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মহেশখালীর দুটি ভেন্যুতে এই টিকা প্রদান করা হচ্ছে; উপজেলা পরিষদ হলরুম ও মাতারবাড়ী ইউনিয়ন পরিষদে।
মহেশখালীতে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী টিকা গ্রহণ করবে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ১৬৮০ জন, গোরকঘাটা উচ্চ বিদ্যালয় ৫১৩ জন, মহেশখালী কলেজ ৭০০ জন, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৪০০ জন, লিডারশিপ হাই স্কুল ৪০০, ক্যাম্বিয়ান হাই স্কুল ৭০ জন, পুটিবিলা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ৪২৫ জন, কুতুবজুম উচ্চ বিদ্যালয় ৮২৫ জন, কুতুবজোম অফসোর হাই স্কুল ৫০০ জন, ঘটিভাঙ্গা নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ২৭০ জন, কুতুমজোম জামেয়া সুন্নাহ ৪৫০ জন, তাজিয়া কাটা সুমাইয়া বালিকা দাখিল মাদ্রাসা ১৯৫ জন, কুতুবজোম ইসলামীয়া প্রি-ক্যাডেট এন্ড কেজি মাদ্রাসা ৯০ জন, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ ২৫০ জন, আলমগীর ফরিদ বিএম কলেজ ১৫০ জন, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল ১৬৫০ জন, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় ৯০৫ জন, ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ৬৩০ জন, ছোট মহেশখালী বহুমুখী বিদ্যালয় ৮০ জন, আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ৫০০ জন, সিপাহীর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ১৯০ জন, শাপলাপুর ইসলামীয়া আলিম মাদ্রাসা ৬০৬ জন, ষাইট মারা দাখিল মাদ্রাসা ৩২৮ জন, কায়দাবাদ ইসলামীয় দাখিল মাদ্রাসা ১২০ জন, শাপলাপুর নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৬০ জন, ষাইটমারা রেসিডেনসিয়ান বিদ্যালয় ৫০ জন, বারিয়া পাড়া মডেল একাডেমি ৭০ জন, আলহাজ মাস্টার আব্দুল গণি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ৪০ জন, বড় মহেশখালী দারুল কোরান দাখিল মাদ্রাসা ৪২৫ জন, বড় মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসা ১৮০ জন, শাপলাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ১৩৪৭ জন, জেমঘাটা হাই স্কুল ৮৩৫ জন, মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় ২০০০ জন, মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ১৫০ জন, মাতারবাড়ী নি¯œ মাধ্যমিক পাবলিক উচ্চ বিদ্যালয় ৩০০ জন, মাতারবাড়ী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ১০০ ছাত্রছাত্রীসহ মোট ১৮ হাজার শিক্ষার্থী এই টিকা গ্রহণ করবে।
মাউশির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন নেই (৬ জানুয়ারির মধ্যেও) এবং যাদের ১৬ নম্বরের (ডিজিট) নিবন্ধন নম্বর নেই, তাদের পুনরায় নিবন্ধন করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জানানোর নির্দেশ দিয়েছেন।
মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আশেক, ৯ম শ্রেণির তানভীর, ৮ম শ্রেণির ছাত্রী অরপিতা পলি ও ৭ম শ্রেণির ছাত্র রুবেল জানান, বিনা পয়সায় আমরা করোনার টিকা নিতে পেরেছি সেজন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।
৮-১৫ জানুয়ারির মধ্যে টিকা দেয়ার নির্ধারিত দিনে এবং স্থানে ছাত্রছাত্রীদের উপস্থিত হওয়ার বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা নিশ্চিত করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়