জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি : শতবর্ষের বাংলাদেশ হবে বিশ্বে অনন্য

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক তৈরিতে সম্মিলিত প্রয়াস দরকার বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, বিজ্ঞান চেতনায়, আধুনিকতায়, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে একটি চমৎকার বাংলাদেশ সৃষ্টিতে শিক্ষা খাতে সম্মিলিত প্রয়াসে এগিয়ে যেতে হবে। আগামী একুশ বছরে বাংলাদেশ মানবিক, সৃজনশীল, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশ হয়ে ধরা পড়বে। আমরা দেখব বদলে যাওয়া এক বাংলাদেশকে। গতকাল শনিবার রাজধানীর আফতাবনগরে ঢাকা ইমপেরিয়াল কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। বিজ্ঞপ্তি
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের নতুন কাজের জগতের জন্য তৈরি হতে হবে। আর সেটির জন্য প্রযুক্তিবান্ধব হতে হবে। বিজ্ঞানমনস্ক হতে হবে। বঙ্গবন্ধু সংবিধানে ৫০ বছর আগে শিক্ষার কথা, প্রযুক্তির কথা বলে গেছেন। বঙ্গবন্ধু বলেছেন, ‘দারিদ্র্য যেন কখনো কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়।’ তথ্যপ্রযুক্তিকে যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের সম্ভাবনার কোনো সীমা থাকবে না। বলা হয়ে থাকে স্কাই ইজ দ্য লিমিট। সম্ভবত তাকেও ছাড়িয়ে যেতে পারে এটি। এ কারণেই সব কিছুর জন্য তৈরি হতে হবে আমাদের। শিক্ষার পাশাপাশি দক্ষতা, সফটস্কিলস থাকতে হবে। শুধু সনদ অর্জনের জন্য শিক্ষা নয়, শিক্ষাটা হতে হবে আনন্দময়। এজন্যই আমরা নতুন কারিকুলাম করছি। সেটিতে দক্ষতাকে গুরুত্ব দেয়া হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইমপেরিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অন্যপ্রকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, কলেজ অধ্যক্ষ আরিফ আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়