জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

গ্যাসলাইন লিকেজ : চীনে বিস্ফোরণে ভবনধসে নিহত অন্তত ১৬

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে বিস্ফোরণের পর ভবনধসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চংকিং শহরে শুক্রবার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর ভবনটি ধসে গেছে। এতে ওই ভবনের অন্তত ১৬ জন মারা গেছেন।
শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতের এই বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থল থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে ১৬ জন মৃত অবস্থায় ছিলেন। এছাড়া বাকিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় চংকিংয়ের উলং জেলার ওই দুর্ঘটনাস্থলে ৬০০ জনের বেশি সদস্যের একটি উদ্ধারকারী দল মোতায়েন করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়