জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

গাবতলীর মহিষাবানে নির্বাচনী সহিংসতায় আহত ৩

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীর মহিষাবানে নির্বাচনপরবর্তী সময়ে সহিংসতার ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকালে মহিষাবানের আইজারের মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। সহিংসতার ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (দুটি পাতা মার্কা) ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের শ্যালক মাহমুদুল আলম (৩৮) গুরুতর আহত হয়েছেন। আহত মাহমুদুল আলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ২ জন মেম্বার প্রার্থীসহ আরো কয়েকজন আহত হলে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এই সহিংসতার ঘটনার জন্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম ও মেম্বার প্রার্থী জাহিদুল ইসলামকে দায়ী করেছেন। মহিষাবান ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (দুটি পাতা মার্কা) ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ জানান, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম ও মেম্বার প্রার্থী জাহিদুল ইসলামের সমর্থকরা সন্ত্রাসী হামলা চালিয়েছেন। তবে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম (মোটরসাইকেল মার্কা) অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা আমাদের লোকজনকে অশ্লীল ভাষায় ও হেয় করে কথা বলায় স্থানীয় জনগণ উত্তেজনা হয়ে ওঠেন। তিনিও (আমিনুল) সহিংসতার ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়