জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

ক্রাইস্টচার্চে বাংলাদেশের আজ সিরিজ জয়ের মিশন : লজ্জা এড়াতে লড়বে কিউইরা

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে কিউইদের। অন্যদিকে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর টাইগাররা। তাই দুই দলের কাছে ক্রাইস্টচার্চ টেস্টের গুরুত্ব অপরিসীম। কন্ডিশন, ফর্ম, অভিজ্ঞতা সব দিক দিয়ে এ সিরিজে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। বলতে গেলে কিউইদের হারিয়ে অসাধ্য সাধন করেছে টাইগাররা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়া টাইগাররা ক্রাইস্টচার্চে ইতিহাস সমৃদ্ধ করতে মুখিয়ে আছে। এই টেস্টে গতি দিয়ে মুমিনুল বাহিনীকে রুখে দিতে ছক কষছে কিউইরা। সে লক্ষ্যে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সবুজ উইকেটের পাশাপাশি গতি আক্রমণে শক্তি বাড়িয়েছে নিউজিল্যান্ড। চার ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়াগনার আর কাইল জেমিসনদের পাশাপাশি তারা দলে নিতে যাচ্ছে ড্যারিল মিচেলকে। দুর্দান্ত জয়ের পর উজ্জীবিত লাল-সবুজের প্রতিনিধিদের নজর এখন ক্রাইস্টচার্চ জয়। কারণ আজ থেকে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচ জিতে নতুন করে ইতিহাস লিখতে চায় মুমিনুল বাহিনী। টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টস। মাউন্ট মঙ্গানুইয়ে জেতায় দুই টেস্ট সিরিজে বাংলাদেশ এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। ক্রাইস্টচার্চ টেস্ট ড্র করলেই বিদেশের মাটিতে

জিম্বাবুয়ে ছাড়া বড় কোনো দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। দলগত পারফরম্যান্সেই প্রথম টেস্ট জিতেছে টাইগাররা। যে কারণে এখন অনেক আত্মবিশ্বাসী টাইগাররা। হ্যাগলি ওভালের উইকেট সব সময়ই সিমারদের সহায়তা করে, এবার যে উইকেটে সবুজের আভাটা অন্য বারের তুলনায় একটু বেশিই থাকবে তা আগেই বলেছেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে যাওয়া রস টেলর। একই কথা বলেছেন, হ্যাগলি ওভালের প্রধান মাঠকর্মী রুপার্ট বুল। নিউজিল্যান্ডের দ্য স্টাফ পত্রিকাকে তিনি বলেছেন, ‘স্বাভাবিক হ্যাগলি ওভাল উইকেটই হতে যাচ্ছে। প্রতিবারই এই উইকেটে গতি থাকে, বাউন্স থাকে। মোটকথা, এই উইকেটে লড়াইটা যেন সমানে-সমান থাকে, সে ব্যবস্থাই থাকে, এবারো তাই হতে যাচ্ছে।’
কিউইদের নানা ছক দেখে টাইগার কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ড মানসম্পন্ন দল, তারা প্রথম টেস্টে হারায় আহত। তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু নার্ভাস থাকবে। বিরতিও খুব বেশি পায়নি, এক-দুটি পরিবর্তন নিয়ে হয়তো মাঠে নামবে। তবে তাদের সেরা খেলাটাই খেলতে হবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। অবশ্য ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।’
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের সবুজাভ উইকেটে রান তুলতে ব্যাটসম্যানদের বেশ সংগ্রাম করতে হয়। এজন্য টেস্টে টস হয়ে উঠে অতি গুরুত্বপূর্ণ। প্রথম দিনই যদি ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয়া যায় তাহলে বেশ ভালো। এজন্য ক্রাইস্টচার্চ টেস্টে সবুজাভ উইকেট ও টস বিশাল ফ্যাক্টর হয়ে উঠে।
টস জিতে ফিল্ডিং নিতে পারলে এবং বোলাররা শুরুর সুবিধা কাজে লাগাতে পারলে এগিয়ে যাবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের আবহাওয়া চিন্তার ভাঁজ ফেলতে পারে কিউইদের কপালে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, টেস্টের প্রথম তিন দিন থাকবে কিছুটা উষ্ণ আবহাওয়া। শেষ দুই দিনে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তাই এই টেস্টে নিউজিল্যান্ডকে কিছু করতে হলে প্রথম তিন দিনেই করতে হবে।
নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় টাইগার পেসার তাসকিন আহমেদ বলেন, রবিবার আমাদের আরো একটি টেস্ট ম্যাচ শুরু হবে। সব মিলিয়ে সবার মানসিকতা ও প্রস্তুতি ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
আশার বাণী শুনিয়ে তাসকিন বলছিলেন, শুক্রবার বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। শনিবার ট্রেনিংটা ভালো ছিল। আবহাওয়া একটু আলাদা। ঠাণ্ডাটা একটু বেশি, বাতাসটা স্ট্রং। তবে ট্রেনিংয়ে আমরা যতটুকু পেরেছি এডজাস্ট করেছি আল্লাহর রহমতে। এখন আমরা আশাবাদী।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়