গয়েশ্বর চন্দ্র রায় : নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সরকার

আগের সংবাদ

ওমিক্রনের সামাজিক সংক্রমণ! জিনোম সিকুয়েন্সিং বাড়ানোর তাগিদ > সার্বিক পরিস্থিতি বুঝতে আরো দুই সপ্তাহ লাগবে : বিশেষজ্ঞদের মত

পরের সংবাদ

চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত ৫০ জন হাসপাতালে

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশুসহ সব বয়সের নারী-পুরুষ রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। ডায়রিয়া ওয়ার্ডে তিন শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৫০ জন রোগী। ওয়ার্ডে জায়গা না হওয়ায় শীতের মধ্যে বারান্দা ও সিঁড়িতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্সসহ দায়িত্বরত সবাইকে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।
কয়েক দিন চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। অতিরিক্ত ঠাণ্ডায় রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। পাশাপাশি সব বয়সের নারী-পুরুষও আক্রান্ত হচ্ছেন। তিন শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৫০ জন রোগী। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত নতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৪ জনসহ মোট ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার, নার্সসহ দায়িত্বরত সবাইকে। ওয়ার্ডে জায়গা না থাকায় শীতের মধ্যে রোগী ও তাদের স্বজনদের বারান্দায় ও সিঁড়িতে থাকতে হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়