বহুবিবাহের আইনি নীতিমালা করতে হাইকোর্টের রুল

আগের সংবাদ

অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র : উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক > জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পরের সংবাদ

৩ মাস পর হাজারের বেশি শনাক্ত, ৭ মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আতঙ্কের মধ্যেই করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যুসহ আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪০ জন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত বুধবার দেশে করোনায় ৩ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ৮৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৯৬ জন সেরে উঠেছেন । তাদের নিয়ে মোট ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। গত একদিনে শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৯৭৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা যা মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি। দেশের ২৮টি জেলায় একদিনে কারো করোনা ভাইরাস শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পাঁচজন পুরুষ, দুইজন নারী। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের, চার জন চট্টগ্রাম বিভাগের একজন রাজশাহী বিভাগের ও একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ছয়জন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অধিদপ্তর আরো জানিয়েছে, গত এক দিনে সারাদেশে মোট ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৯৪৭টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। প্রসঙ্গত, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। গত বছর ৩১ আগস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৯ কোটি ৭৯ লাখের বেশি রোগী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়