বহুবিবাহের আইনি নীতিমালা করতে হাইকোর্টের রুল

আগের সংবাদ

অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র : উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক > জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পরের সংবাদ

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে পুলিশ সদর দপ্তরের ২১ দফা নির্দেশনা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ২১টি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। নির্দেশনায় প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক মাস্ক, গøাভস, হেডকভার ও ফেসশিল্ড পরার কথা বলা হয়েছে। এছাড়া প্রত্যেক পুলিশ ইউনিটে কর্মরত সব সদস্যকে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে বলা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এআইজি (অপারেশনস্-২) মোহাম্মদ উল্ল্যা স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে দেশেও।
ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারতের কলকাতাতে কঠোর বিধিনিষেধে দিয়েছে সেখানকার রাজ্য সরকার।
শুধু কলকাতায় নয় পৃথিবীর অন্যান্য দেশেও এ ভাইরাসের প্রভাব বাড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সদস্যদেরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়