বহুবিবাহের আইনি নীতিমালা করতে হাইকোর্টের রুল

আগের সংবাদ

অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র : উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক > জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পরের সংবাদ

শুদ্ধসংগীত উৎসব শুরু : ছায়ানটে ধ্রæপদী সুরের মায়াজাল

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পৌষের হিমেল সন্ধ্যার শীতে সারাদেশের মতো কাবু রাজধানীর বাসিন্দারাও। এমন শীতার্ত পরিবেশেই ধ্রæপদী সুর দোলা দিয়েছে শুদ্ধসংগীতের সমঝদারদের মাঝে। শাস্ত্রীয় সংগীতের শুদ্ধতার মায়াজালে রাগ ও খেয়ালের অনন্যতায় ধ্রæপদী সংগীত পিয়াসিদের বিমোহিত করেছেন শিল্পীরা। আকণ্ঠ শুদ্ধসংগীতের সুধা পান করে দর্শকশ্রোতারা নিজেদের নিমজ্জিত করেছেন শাস্ত্রীয় সুরের সাগরে। তিনদিনের শুদ্ধসংগীতের উদ্বোধনী দিনে শাস্ত্রীয় সুরের কারিগররা সুরের এমন মায়াজালই ফেলেছিলেন ছায়ানট মিলনায়তনে।
ছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষক মদন গোপাল দাস ও সতীন্দ্রনাথ হালদারকে উৎসর্গ করে গতকাল বৃহস্পতিবার তিনদিনের এই শুদ্ধসংগীতের উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
জাতীয়সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ছায়ানট ভবনের মিলনায়তনে শুরু হয় এই আসর। এরপর বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির সভাপতি সন্?জীদা খাতুন।
অনুষ্ঠানে দলীয়ভাবে রাগ ভুপালী পরিবেশন করেন প্রতিষ্ঠানটির শিল্পীরা। তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক ও হারমোনিয়ামে টিংকু শীল।
পরের পরিবেশনায় তানপুরায় খেয়ালের মায়াজাল ছড়ান অভিজিৎ কুণ্ডু। ‘পাখোয়াজ’ রাগে আসরে দ্যোতনা ছড়িয়ে দেন এই শিল্পী। শিল্পীর সঙ্গে তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক। পরের পরিবেশনায় কণ্ঠের কারুকাজে শ্রোতাদের বিমোহিত করেন স্বয়ম সৌকর্য ইমন। এরই ধারাবাহিকতায় খেয়ালের মুগ্ধতায় আসরকে প্রাণবন্ত করে তোলেন দীপ্র নিশান্ত কৌশিক, খায়রুল আনাম শাকিল, শেখর মণ্ডল, অনিন্দিতা সাহা, দেবাশীষ শর্মা ও রেজোয়ান আলি। এর মধ্যে ‘শুধু? কল্যাণ’ রাগ পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, রাগ ‘মালকোষ’ পরিবেশন করেন দেবাশীষ শর্মা আর অন্যরা পরিবেশন করেন রাগ ‘রাগেশ্রী’।
সন্ধ্যায় শুরু হয়ে রাত সাড়ে দশটায় শেষ হয় প্রথম দিনের আসর।
একই মিলনায়তনে কাল শনিবার শেষ হবে শুদ্ধসংগীতের এই উৎসব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়