বহুবিবাহের আইনি নীতিমালা করতে হাইকোর্টের রুল

আগের সংবাদ

অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র : উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক > জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পরের সংবাদ

শাহজাদপুরে শুরু প্রিমিয়ার ক্রিকেট লিগ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে প্রিমিয়ার লিগ (এসপিএল) শুরু হয়েছে। শাহজাদপুর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে শাহজাদপুর হাইস্কুল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। প্রিমিয়ার লিগ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মেরিনা জাহান কবিতা শাহজাদপুর প্রিমিয়ার লিগের আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, সুস্থ শরীর এবং স্বাভাবিক মানসিকতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা। শাহজাদপুর প্রিমিয়ার লিগের মাধ্যমে একদিকে যেমন শাহজাদপুরের মানুষ খেলাধুলায় আগ্রহী হবে অন্যদিকে এখান থেকেই নতুন নতুন খেলোয়াড় তৈরি হয়ে জাতীয়ভাবে আলো ছড়াবে।
উদ্বোধনী দিনে শাহজাদপুর ঈগল বনাম পাইরেটরস শাহজাদপুর ২টি দলের খেলা দিয়ে সূচনা হয়। মাসব্যাপী এ আয়োজনে মোট ১২টি দল প্রতিদ্ব›িদ্বতা করবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়