বহুবিবাহের আইনি নীতিমালা করতে হাইকোর্টের রুল

আগের সংবাদ

অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র : উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক > জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পরের সংবাদ

যমুনা টিভির স্টুডিওতে আগুন : তুরাগে ভস্মিভূত ইজিবাইক কারখানা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় বাংলামোটরের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির ব্যুরো অফিস ও তুরাগের একটি ইজিবাইক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাহাত টাওয়ারের ১১ তলায় অবস্থিত যমুনা টিভির স্টুডিও ও দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগের বাউনিয়া এলাকার সাইদুর রহমানের ইজিবাইক তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস জানায়, ইজিবাইক কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আর যমুনা টেলিভিশনের কর্মীরা জানিয়েছেন, স্টুডিও রুমের এসিতে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে ঘটনা দুটিতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী যমুনা টিভির সিনিয়র ভিডিও এডিটর আবু মনছুর আল মামুন বলেন, বেলা ১১টার কিছু সময় আগে স্টুডিও রুম থেকে শো শো শব্দ শুনতে পান। সে সময় স্টুডিও রুমটিতে কেউ ছিল না, দরজাও বন্ধ অবস্থায় ছিল। ৫ মিনিট ধরে চলতে থাকা শো শো শব্দ, সময়ের সঙ্গে শব্দ বাড়তে থাকে। এতে তাদের সন্দেহ হয়। পরে স্টুডিও রুমের দরজা খুলতেই প্রচুর ধোঁয়া বের হতে দেখেন। প্রথমে অফিসটির সমন্বয়ক তামিম আগুন নির্বাপণের চেষ্টা করে ব্যর্থ হন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে দেখি। পরে ফায়ার এলার্ম বাজিয়ে তারা সবাই বাইরে বেড়িয়ে ফায়ার সার্ভিসে ফোন করেন।
যমুনা টিভির ভিডিও এডিটর জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের সময় নিউজরুম, ভিডিও এডিটিং প্যানেলসহ বিভিন্ন রুমে তারা ১৫ জনের মতো কর্মী কাজ করছিলেন। কাজের মধ্যেই অন্যদের আগুন আগুন বলে চিৎকার করতে শোনেন। পরে তারা সবাই নিরাপদে নিচে নেমে আসেন। আবু মনছুর আল মামুন বলেন, তাদের ধারণা- স্টুডিও রুমের এসি থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন, আগুনে যমুনা টিভির স্টুডিও, ভিডিও এডিটিং প্যানেল, ক্যামেরার স্টোররুম ও নিউজরুমে লাইভের বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আমাদের কোনো সহকর্মী হতাহত হয়নি।’
এদিকে রাজধানীর তুরাগ থানা এলাকার বাউনিয়ায় ইজিবাইক তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাউনিয়ার ছয়তলা এলাকায় সাইদুর রহমানের কারখানায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সেমিপাকা টিনশেড ঘরে ইজিবাইক তৈরির কারখানায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান, আমরা ১১টি ইউনিট দেড় ঘণ্টা ধরে কাজ করে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এসি বা ইলেকট্রনিক সরঞ্জাম থেকে আগুন লাগতে পারে। তবে এটি তদন্ত ছাড়া সঠিকভাবে বলা যাবে না। তিনি বলেন, প্রাথমিকভাবে যমুনা টিভির লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, তারা এসি থেকে ধোঁয়া বের হতে দেখেছেন। আমরা বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়