বহুবিবাহের আইনি নীতিমালা করতে হাইকোর্টের রুল

আগের সংবাদ

অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র : উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক > জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পরের সংবাদ

মাধবপুরে নৌকার প্রার্থীদের ভরাডুবি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে। মাত্র ২টি ইউনিয়নে নৌকা ও ৯টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত বুধবার সকাল থেকে ঘন কুয়াশা উপেক্ষা করে নারী-পুরুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে ভিড় করে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ধর্মঘর ইউনিয়নের বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন ফারুক আহাম্মেদ পারুল (স্বতন্ত্র), চৌমুহনী ইউনিয়নে মাহবুবুর রহমান সোহাগ (স্বতন্ত্র), বহরা ইউনিয়নে মো. আলাউদ্দিন (নৌকা), আদাঐর ইউনিয়নে মীর খোরশেদ আলম (স্বতন্ত্র), আন্দিউড়া ইউনিয়নে আতিকুর রহমান আতিক (নৌকা), জগদীশপুর ইউনিয়নে মাসুদ খান (স্বতন্ত্র), শাহজাহানপুর ইউনিয়নে পারভেজ হোসেন চৌধুরী (স্বতন্ত্র), বুল্লা ইউনিয়নে মিজান মিয়া (স্বতন্ত্র), ছাতিয়াইন ইউনিয়নে মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (স্বতন্ত্র), নোয়াপাড়া ইউনিয়নে সৈয়দ মো. সোহেল (স্বতন্ত্র), বাঘাসুরা ইউনিয়নে শাহাব উদ্দিন (স্বতন্ত্র)।
মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম রাতে ফলাফল ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়