বহুবিবাহের আইনি নীতিমালা করতে হাইকোর্টের রুল

আগের সংবাদ

অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র : উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক > জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পরের সংবাদ

‘বিদ্রোহী’র শতবর্ষ পূর্তিতে মিলন কান্তি দে’র আবৃত্তি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ব্রিটিশ সা¤্রাজ্যের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মাত্র ২২ বছর বয়সে কলকাতার ৩/সি তালতলা রোডের বাসায় নির্ঘুম রাত কাটিয়ে ‘বিদ্রোহী’ কবিতাটি লিখেছিলেন দ্রোহ, প্রেম ও চেতনার কবি কাজী নজরুল ইসলাম। যার কারণে ইংরেজ শাসকদের রোষাণলে পড়ে কবিকে কারাবরণ পর্যন্ত করতে হয়। ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে কবিতাটি লিখেছিলেন নজরুল। সেই সুবাদে গত ডিসেম্বরে শতবর্ষ পার করেছে কবিতাটি। কবির অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপনে কবিতাটির আবৃত্তির আয়োজন করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা জ্যোতিপ্রকাশ।
গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন কবির সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আবৃত্তির আসর। এতে ‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি করেন যাত্রাব্যক্তিত্ব মিলন কান্তি দে। ভরাট কণ্ঠের দীপ্ত উচ্চারণে অনুষ্ঠানস্থলে দ্রোহের চেতনা ছড়িয়ে দেন এই যাত্রানট ও বাচিকশিল্পী। প্রতিটি পঙ্ক্তির উচ্চারণ শেষে মুহুর্মুহু করতালিতে কবির অনুরাগী মিলন কান্তিকে অভিবাদন জানান অনুষ্ঠানে আগত নজরুলপ্রেমীরা। ইতিহাসের খেরোখাতায় বিপ্লবী চেতনার অংশ হয়ে থাকা এই কবিতাটির আবৃত্তির পরিবেশনা শেষে দর্শক-শ্রোতাদের ‘ওয়ান মোর ওয়ান মোর’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে কবির সমাধি প্রাঙ্গণ। এরপর কবিতাপ্রেমীদের অনুরোধে মিলন কান্তি দে আরো ৪টি কবিতা আবৃত্তি করেন। এর আগে দুটি নজরুলসংগীত পরিবেশন করেন শাহীনা পারভীন।
কবি মহসীন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এস বি বিপ্লব, যাত্রাশিল্পী এম আলীম, আলীনুর, জ্যোতিপ্রকাশের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন টিমোনী খান রীনো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়