বহুবিবাহের আইনি নীতিমালা করতে হাইকোর্টের রুল

আগের সংবাদ

অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র : উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক > জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পরের সংবাদ

ফুলছড়িতে স্বামী-স্ত্রী দুজনেই হারলেন

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্বতাকারী স্বামী-স্ত্রী দুজনেই পরাজিত হয়েছেন। এলাকার ভোটাররা তাদের দুজনকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা শালুকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী লিটন মিয়ার চশমা প্রতীকের বিদ্রোহী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেন স্ত্রী সাবিনা ইয়াসমিন শম্পা। প্রতীক বরাদ্দের পর এলাকায় স্বামী-স্ত্রীর দুজনের নির্বাচনী পোস্টার লাগানো হয়। এতে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে ভোটের কয়েকদিন আগে স্বামী লিটন মিয়া স্ত্রীর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেন। শেষ পর্যন্ত তারা নিজেদের পক্ষে ভোট চাওয়া অব্যাহত রাখেন। গত বুধবার কঞ্চিপাড়া ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুস সোবহান কঞ্চিপাড়া ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন। এতে লিটন মিয়া চশমা প্রতীকে পান ৩ হাজার ৭৭২ ভোট এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন শম্পা টেলিফোন প্রতীকে পান ১৩২ ভোট। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা শালু নৌকা প্রতীকে ৫ হাজার ৯৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়