বহুবিবাহের আইনি নীতিমালা করতে হাইকোর্টের রুল

আগের সংবাদ

অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র : উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক > জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পরের সংবাদ

ফাইনালে আবাহনী ও রহমতগঞ্জ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে গতকাল মোহামেডানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী কামাল স্টেডিয়ামে দিনের অন্য সেমিফাইনালে ১২০ মিনিটের লড়াইয়ের পর সাইফ স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। আগামী ৯ জানুয়ারি রহমতগঞ্জের বিপক্ষে ট্রফির জন্য লড়বে আবাহনী। রাতে রোমাঞ্চকর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। অতিরিক্ত সময়ে ৩-৩। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারে আশ্রয় নেয়া হয়। টাইব্রেকারে আবাহনীর জয়ের নায়ক গোলকিপার শহিদুল আলম সোহেল। তিনি বাঁদিকে ঝঁপিয়ে পড়ে সাইফের এমফন সানডে উদোহ ও অধিনায়ক জামাল ভূঁইয়ার শট প্রতিহত করেন। তবে সাইফ স্পোর্টিংয়ের হয়ে সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বেইসেঙ্গে লক্ষ্যভেদ করতে পেরেছেন। বিপরীতে আবাহনী চারটি শট নিয়ে সবগুলোতেই সফল। তাদের পক্ষে জাল কাঁপিয়েছেন মিলাদ শেখ সোলায়মানি, রেজাউল করিম, মেহেদি হাসান ও নুরুল নাইম ফয়সাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়