বহুবিবাহের আইনি নীতিমালা করতে হাইকোর্টের রুল

আগের সংবাদ

অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র : উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক > জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পরের সংবাদ

পাংশায় নৌকার জয়জয়কার

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : পাংশা উপজেলার ১০টি ইউপির মধ্যে যশাই, বাবুপাড়া, মাছপাড়া, মৌরাট, পাট্টা, কলিমহর, সরিষা ও কসবামাজাইল ইউপিতে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া বাহাদুরপুর ও হাবাসপুর দুটি ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হন। গত বুধবার শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজয়ীরা হলেন বাহাদুরপুর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সজীব হোসেন, হাবাসপুর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল মামুন খান, মাছপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), কলিমহর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিলকিছ বানু, কসবামাজাইল ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ, যশাই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন খান, পাট্টা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রব বিশ্বাস, বাবুপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ইমান আলী সরদার, মৌরাট ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান প্রামাণিক, সরিষা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আজমল আল বাহার বিশ্বাস। পাংশা উপজেলা নির্বাচন অফিসার মো. আ. আলীম এ তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়