চট্টগ্রামে অসহায়দের কোরিয়ান অ্যাসোসিয়েশনের ক্যাশ টাকা বিতরণ

আগের সংবাদ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : তরুণদের সশস্ত্র বাহিনীতে আসতে উদ্বুদ্ধ করবে

পরের সংবাদ

সাভারে জাল ভোট ও বিচ্ছিন্ন অনিয়ম : ব্যালট পৌঁছানোর আগেই ভোটারদের দীর্ঘ লাইন

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কামরুজ্জামান খান, সাভার থেকে ফিরে : সাভারের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় সব ইউনিয়নেই বিচ্ছিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অফিস থেকে সবকটি ইউনিয়নে কড়া পাহারায় ব্যালট পেপার পাঠানো হয়। শুরুর কয়েক ঘণ্টা পরই বেশ কয়েকটি কেন্দ্রে ঘটে বিচ্ছিন্ন কিছু ঘটনা। এর মধ্যে জাল ভোট প্রদান এবং অনিয়মের অভিযোগ রয়েছে। আশুলিয়া ইউনিয়নে ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী। জাল ভোট দেয়ার অভিযোগে বাতিল হয়েছে ১৫০টি ভোট, বন্ধ ছিল ভোটগ্রহণ। কাউন্দিয়া ইউনিয়নে ভোট হয়েছে ইভিএম পদ্ধতিতে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপরই শুরু হয় গণনা। তবে সবকিছুর পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। পুলিশ-র‌্যাব-বিজিবি টহল দিয়েছে, ছিল স্ট্রাইকিং ফোর্স।
এদিকে গতকাল দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সিনিয়র নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
জানা গেছে, গতকাল সকাল ৮টার আগে ভাকুর্তার ৭০নং শ্যামলাসী কলাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে ব্যালট পেপার। এর মধ্যে সেখানে পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন হয়ে যায়। ৫টি বুথে দলে দলে ঢুকে পড়েন ভোটাররা। তবে ২ ঘণ্টা পরই লাইন শেষ হয়ে যায়। অলস সময় কাটান পোলিং অফিসাররা।
প্রিসাইডিং অফিসার নাজমুল আলম খান দুপুরে জানান, এই কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় ভোটের পুরো আমেজ নেই। সেখানে মোট ভোটার ১৯২৩ জন। এর পাশের মহিলা কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার মধ্যে ভোট পড়েছে ১ হাজারের বেশি। ভাকুর্তা মডেল একাডেমি কেন্দ্রে দুপুরে ছিল নারী-পুরুষের দীর্ঘ লাইন।
প্রিসাইডিং অফিসার আতিকুর রহমান বাপ্পী জানান, সাড়ে ১১টার মধ্যে পাঁচ বুথে ভোট পড়েছে প্রায় ৪০০। বনগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইকরা এডুকেশন হোম নারী ভোট কেন্দ্রে সকালে অনিয়মের

অভিযোগ উঠলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু দুপুরের পর ফের নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরা। ১৯০৯ জন ভোটারের ওই কেন্দ্রে ছয়টি বুথে ১১টা পর্যন্ত প্রায় ৬০০ ভোটগ্রহণের কথা জানান প্রিসাইডিং অফিসার ইয়াসিন আলী।
একই ইউনিয়নের কোন্ডা ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে ৬টি বুথে নারী-পুরুষ মিলে ভোটার ২ হাজার ৫৬ জন।
প্রিসাইডিং অফিসার প্রকাশ চন্দ্র সরকার জানান, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ভোট হয়েছে সুষ্ঠুভাবে। উম্মুল মুমেনীন খাদিজাতুল কোবরা মাদ্রাসা কেন্দ্রে ২ হাজার ৪৭ জন ভোটার। ৫টি বুথে সাড়ে ১১টা পর্যন্ত ৮০০ জন ভোট দিয়েছেন বলে প্রিসাইডিং অফিসার বদরুল আলম নিশ্চিত করেন। তেঁতুলঝোড়া এএন ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ২ মেম্বার প্রার্থীর লড়াই হয়। সেখানে বিচ্ছিন্ন অনিয়মের অভিযোগ ওঠে দুপুরে। বিরুলিয়া ইউনিয়নের কাকাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী দলবল নিয়ে সিল মারার কারণে ১৫০টি ভোট বাতিল করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বনগাঁও ইউনিয়নের ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডের একাধিক কেন্দ্রে কারচুপির অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন।
সাভার থেকে আজিম উদ্দিন জানান, আশুলিয়ার একাধিক ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। আমিনবাজারের বেশ কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠেছে। শিমুলিয়া ইউনিয়নের গাজিবাড়ি এবং নাল্লাপোল্লা কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে। পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম, কুরগাঁওসহ কয়েকটি কেন্দ্রে নৌকায় ব্যাপক জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মির্জা গোলাম হাফিজ কলেজে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন একজন। আশুলিয়ার কাঠগড়া এলাকা আতঙ্কে ভোটারশূন্য। সাভার সদর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের দেওগাঁ নিউ মডেল হাইস্কুল, দেওগাঁ কিন্ডার গার্টেন ও কলমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল। ভোটগ্রহণ শেষের ৫ মিনিট আগে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
আশুলিয়ায় প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে কেন্দ্র্র বন্ধের দাবি জানান স্বতন্ত্র প্রার্থী ও ভোটাররা। আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রটিতে ব্যাপক হট্টগোল বাঁধে। এরপর থেকে আতঙ্কে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কমে যায়।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন মাদবর অভিযোগ করেন, ভেতরে পুলিশের এসআইর নেতৃত্বে নৌকায় ভোট দিয়েছে লোকজন। আমরা এখানে ভোট বন্ধের দাবি জানাচ্ছি। একই কেন্দ্রে ইউপি সদস্য পদে ফুটবল মার্কায় মো. হেলাল বেপারীর পক্ষে জোরপূর্বক সিল মারার অভিযোগ তোলেন প্রতিদ্ব›দ্বী আপেল মার্কার প্রার্থী মশিউর রহমান। এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, কে কী বলল দেখার বিষয় না। আমার দায়িত্ব আমি পালন করছি। এ ঘটনার পর কেন্দ্রটি পরিদর্শনে আসেন ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন। তিনি বলেন, আমরা পরিস্থিতি দেখছি। ভোট সুষ্ঠু করাই এখন প্রধান কাজ। সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, গতকাল পঞ্চম ধাপে সাভারের ১১টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি ইউনিয়ন বাদে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন ৫২ জন, সংরক্ষিত সদস্য পদে ১১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫৭ জনসহ সর্বমোট ৫২৬ জন। এর মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনে একজন ও সাধারণ সদস্য পদে ৭ জন বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ১১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, জাতীয় পার্টির ২ জন, জাকের পার্টির ২ জন ও স্বতন্ত্র ১৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। সাভারে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩১৪ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়