চট্টগ্রামে অসহায়দের কোরিয়ান অ্যাসোসিয়েশনের ক্যাশ টাকা বিতরণ

আগের সংবাদ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : তরুণদের সশস্ত্র বাহিনীতে আসতে উদ্বুদ্ধ করবে

পরের সংবাদ

বুস্টার ডোজ : জেলার ঠিকানা বদল হলে টিকাকেন্দ্রও বদলানো যাবে

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বর্তমানে ষাটোর্ধ্ব বয়সি এবং মহামারি প্রতিরোধে সম্মুখসারির কর্মীরা কোভিড টিকার বুস্টার ডোজ (৩য় ডোজ) পাচ্ছেন। সে জন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন হচ্ছে না। যে হাসপাতালে আগের টিকা নিয়েছেন, সেখান থেকে এসএমএস পেলে নির্ধারিত তারিখে সেখান থেকেই টিকা নিতে পারছেন। কিন্তু ২ ডোজ টিকা নেয়ার পর কর্মস্থল বা আবসস্থলের জেলা বদলে যাওয়া ব্যক্তিরা বুস্টার ডোজ নিতে সমস্যায় পড়েছেন।
ওইসব ব্যক্তিদের টিকা কেন্দ্র পরিবর্তনের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
তিনি বলেন, অনেকেই টিকার ২ ডোজ যে এলাকা থেকে নিয়েছেন, এখন ওই এলাকায় থাকেন না। ফলে বুস্টার ডোজ নেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। আমাদের কাছে অনেকেই সমস্যায় পড়ার কথা জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে। এই সুযোগ এক জেলা থেকে আরেক জেলায় কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে পাওয়া যাবে। তবে ঢাকার মধ্যে কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়