চট্টগ্রামে অসহায়দের কোরিয়ান অ্যাসোসিয়েশনের ক্যাশ টাকা বিতরণ

আগের সংবাদ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : তরুণদের সশস্ত্র বাহিনীতে আসতে উদ্বুদ্ধ করবে

পরের সংবাদ

বিশ্বমিডিয়ায় টাইগারদের জয়গান

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গত ১১ বছরে এশিয়া পরাশক্তির দেশগুলো যেখানে নিউজিল্যান্ডে সাদা পোশাকে জয়ের গল্প লিখতে পারেনি, সেটা করে দেখিয়েছে টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মুমিনুল হকের দল। এদিকে গত দুই দশকে কিউই দুর্গে যে কোনো সংস্করণে এটিই বাংলাদেশের প্রথম সাফল্য। আর তাই বিশ্বমিডিয়ায় টাইগারদের জয়গান গেয়ে চলেছেন বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের সংবাদ শিরোনামে লেখেন, ‘ঘরের মাটিতে নিউজিল্যান্ডের অপরাজেয় জয়যাত্রায় সিল মেরে, ব্যর্থতা ঘুচিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।’ বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে উল্লেখ করে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন লিখেছে, ‘টেস্ট ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের হতাশার চাদরে চূর্ণ-বিচূর্ণ করে বাংলাদেশের ঐতিহাসিক জয়।’ অন্যদিকে এবাদতকে জয়ের নায়ক উল্লেখ করে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়’। ওপার বাংলার পত্রিকা আনন্দবাজার সরাসরি প্রশংসা না করলেও টাইগার অধিনায়ক তামিম ইকবালের অভ্যর্থনা বার্তাকে উল্লেখ করে তাদের শিরোনামে লিখেছে, ‘নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের, নেটমাধ্যমে আবেগঘন বার্তা তামিমের।’ তবে দাদাদের খোঁচা দেয়ার চিরায়িত রীতিও এদিন বাদ যায়নি। অন্য এক শিরোনামে বাংলাদেশ দলের রিভিউ নিয়ে নির্বুদ্ধিতার কথা উল্লেখ করে সংবাদপত্রটি লেখে, ‘ঐতিহাসিক জয়ের মাঝেও বাংলাদেশের ডিআরএসের সিদ্ধান্ত নিয়ে হাসির রোল ক্রিকেটদুনিয়ায়।’
এদিকে বিদেশি সংবাদ মাধ্যমগুলোর পাশাপাশি বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রশংসা করতে ভোলেননি সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা। ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস ল²ণ তার টুইটে লেখেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার ও অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’ এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকলে ভন অভিনন্দন জানিয়ে তার টুইট বার্তায় লেখেন, ‘অসাধারণ বাংলাদেশ।’ পঞ্চম দিনের খেলার শুরুতে নিউজিল্যান্ডের উইকেট টপাটপ পড়ার সময়ই বাংলাদেশের জয়ের সুবাস পেয়েছিলেন ভন। তখন তিনি টুইটারে লেখেন, ‘নিউজিল্যান্ডে অবিশ্বাস্য পারফর্ম করছে বাংলাদেশ। জিততে পারলে নিশ্চিতভাবেই এটা হবে অন্যতম সেরা জয়।’
ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর টুইটে লিখেছেন, ‘খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।’ অন্যদিকে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জ্যাসন গিলেস্পির টুইট, ‘অসাধারণ নৈপুণ্য।’ শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারতœ টুইটে টাইগারদের অভ্যর্থনা জানিয়ে লেখেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছ।’
টাইগারদের প্রশংসা করতে ভোলেননি ড্যানি মরিসনও। নিউজিল্যান্ডের সাবেক এ পেসার ও ধারাভাষ্যকার এক টুইট বার্তায় বলেন, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরী মুহূর্ত। দারুণ পারফরম্যান্স।’
এদিকে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। চোটের কারণে জাতীয় দলের সঙ্গে নেই তামিম ইকবালও। তবে ভোরে উঠে খেলা যে দেখছেন, তা জানিয়ে দেন ফেসবুক পোস্টে, ‘ঢাকায় এখন প্রায় ৪টা। আশা করি সবাই খেলা দেখবেন।’ মাউন্ট মঙ্গানুই টেস্টে জয় থেকে বাংলাদেশ তখনো ৬ রানের দূরত্বে। এরই মধ্যে সাকিব আল হাসানের টুইট, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।’
আসলে মাউন্ট মঙ্গানুইয়ে জয় এতটাই নিশ্চিত ছিল, সাকিবের আগেভাগে টুইট করাকে মোটেও বাড়াবাড়ি মনে হয় না। বরং নিউজিল্যান্ডের মাঠে টেস্টের শেষ চার দিনে বাংলাদেশ যেভাবে ছড়ি ঘুরিয়েছে, সাকিবের টুইটটি যেন তারই প্রতিচ্ছবি।
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়। এ তো শুধু জয় নয়, এ যেন স্বপ্ন সত্যি হওয়া! নিউজিল্যান্ডের মাটিতে এর আগে কোনো ফরম্যাটেই জিততে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপ ঘুচল ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ফরম্যাট দিয়েই। ঘরে-বাইরে মিলিয়ে ১৬ বারের চেষ্টায় অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে অধরা টেস্ট জয় ধরা দিল। এতে করে নিউজিল্যান্ডের নিজেদের দুর্গে টানা অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ টানল টাইগাররা। এ হারের আগে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সর্বশেষ তারা নিজেদের মাটিতে টেস্ট হেরেছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর আর কোনো দলই জয়ের মুখ দেখেনি কিউইদের মাটিতে।
উপমহাদেশের দলগুলোর রেকর্ড তো আরো শোচনীয়। গত ১১ বছরে কিউইদের মাটিতে টেস্ট জিততে পারেনি তারা। সর্বশেষ জিতেছিল পাকিস্তান, সেই ২০১০ সালে। পাকিস্তান নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ সিরিজ হারে ২০২০ সালে, ২-০ ব্যবধানে। ভারত এর আগের বছর হারে একই ব্যবধানে। আর শ্রীলঙ্কা ২০১৮ সালে হেরেছিল ১-০ ব্যবধানে। কিউইদের সে দাপট এবার থামিয়ে দিল বাংলাদেশ। শুধু তাই নয়, ২০১৭ সাল থেকে ঘরের মাঠে টানা ৮টি টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এবার সেই রেকর্ডও ভাঙছে। সব মিলিয়ে দেশের বাইরে ৬১ টেস্টে ষষ্ঠ জয়ের দেখা পেল বাংলাদেশ। আর র?্যাঙ্কিংয়ের সেরা পাঁচ দলের বিপক্ষে বিদেশের মাটিতে এটিই টাইগারদের প্রথম টেস্ট জয়। নিউজিল্যান্ড আবার বর্তমান টেস্ট চ্যাম্পিয়নও।
এর চেয়ে সুন্দর সকাল হয়তো হতেই পারত না বাংলাদেশ ক্রিকেটে। টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন দলকে কী না তাদেরই মাঠে হারাল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে নতুন এক ইতিহাস রচনা করলেন মুমিনুল হকরা। মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল এই জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে তাদেরই মাঠে তিন ফরম্যাট মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে অবশেষে প্রথম জয়ের দেখা মিলল। এবারের চ্যাম্পিয়নশিপে টাইগাররা টপকে গেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্ট দলকে।
পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে এখন লাল-সবুজের প্রতিনিধিরা। এবার তিন টেস্ট খেলে এক জয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টাইগাররা। পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ২৪ পয়েন্ট নিয়ে এরপরই শ্রীলঙ্কা। এরপরই আছে পাকিস্তান ও ভারত। বাংলাদেশ পাঁচ নম্বরে। তারপরই যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়