চট্টগ্রামে অসহায়দের কোরিয়ান অ্যাসোসিয়েশনের ক্যাশ টাকা বিতরণ

আগের সংবাদ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : তরুণদের সশস্ত্র বাহিনীতে আসতে উদ্বুদ্ধ করবে

পরের সংবাদ

বঞ্চিত পাঁচজনকে সহকারী জজ পদে নিয়োগের নির্দেশ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দশম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগবঞ্চিত পাঁচজনকে সহকারী জজ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন- আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান।
এ সংক্রান্ত রিটের শুনানি করে গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
এর আগে দশম বিজেএস’র নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিলে রিটকারীরা আবেদন করেন এবং সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু এরপরও তাদের নিয়োগ না দেয়ায় ২০১৯ সালে তারা হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের ওপর জারি করা রুলের শুনানি করে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়