চট্টগ্রামে অসহায়দের কোরিয়ান অ্যাসোসিয়েশনের ক্যাশ টাকা বিতরণ

আগের সংবাদ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : তরুণদের সশস্ত্র বাহিনীতে আসতে উদ্বুদ্ধ করবে

পরের সংবাদ

প্রশিক্ষণ সফর শেষে ফিরল যুদ্ধজাহাজ আবু উবাইদাহ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীলংকা ও মালদ্বীপে প্রশিক্ষণ সফর শেষে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ’ গতকাল বুধবার চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। এ সময় বানৌজা ঈসাখানের অধিনায়কসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ সফরে বানৌজা আবু উবাইদাহ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামানের নেতৃত্বে ২৭ জন কর্মকর্তাসহ ২৪৮ জন নৌসদস্য অংশ নেন। জাহাজটি এ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। আইএসপিআর

উল্লেখ্য, জাহাজটি গত ১৪ ডিসে¤¦র সফরের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়