চট্টগ্রামে অসহায়দের কোরিয়ান অ্যাসোসিয়েশনের ক্যাশ টাকা বিতরণ

আগের সংবাদ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : তরুণদের সশস্ত্র বাহিনীতে আসতে উদ্বুদ্ধ করবে

পরের সংবাদ

নিগৃহীত নারীর কথা বলবে ‘কালপুরুষ’

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : পুরান ঢাকার কোনো এক বস্তিতে থাকে সিজু ও মিরা। সম্পর্কে তারা ভাইবোন। মা-বাবা মারা যাওয়ার পর নিজেরাই উপার্জন করে জীবন নির্বাহ করে। একদিন মিরা ও সিজু রাতে কাজ থেকে ফেরার সময় তিনজন লোককে একটি খুন করতে দেখে। এর কিছুদিন পর নিখোঁজ হয় মিরা। মিরাকে কোথাও খুঁজে পায় না সিজু। পরবর্তীতে সিজু মিরার লাশ খুঁজে পায় একটি রাস্তার পাশে। তারপরে ঘটে আরো অনেক ঘটনা। এমনই গল্পে শর্টফিল্ম বানিয়েছেন রাজন সরকার। এটি রচনা করেছেন সিজু শাহরিয়ার। সম্প্রতি খোয়াব এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘কালপুরুষ’। এতে অভিনয় করেছেন শিমুল, ওয়ালিদ, জয়, সিজু, মিরা, কামরুল, শোভন, সবুজসহ আরো অনেকে। রাজন সরকার বলেন, ‘কালপুরুষ’ আমার প্রথম শর্টফিল্ম। কয়েক বছর ধরে এটি নিয়ে কাজ করেছি। আমাদের সমাজে নারীরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হয়, নিগ্রহের শিকার হয়। এর সঠিক বিচার হয় না। এসব বিষয়ই আমি আমার শর্টফিল্মে দেখাতে চেয়েছি। আমি সমাজের প্রতি একটা বার্তা দিতে চেয়েছি। আশা করি দর্শকদের এটি ভালো লাগবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়