চট্টগ্রামে অসহায়দের কোরিয়ান অ্যাসোসিয়েশনের ক্যাশ টাকা বিতরণ

আগের সংবাদ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : তরুণদের সশস্ত্র বাহিনীতে আসতে উদ্বুদ্ধ করবে

পরের সংবাদ

তজুমদ্দিন : বিদ্যুতের আলোয় আলোকিত বিচ্ছিন্ন চরাঞ্চল

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শরীফ আল-আমিন, তজুমদ্দিন (ভোলা) থেকে : তজুমদ্দিন উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষের বিদ্যুতের আলো পাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এ বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় চরাঞ্চলের বাসিন্দারা কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ সবক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাবে বলে আশা করছেন চরবাসীসহ সংশ্লিষ্টরা। দীর্ঘ বছরের প্রতীক্ষার পর বিদ্যুৎ পেয়ে খুশি এসব চরের বাসিন্দা। ভোলা পল্লীবিদ্যুৎ সমিতির আয়োজনে গতকাল বুধবার দুপুরে চর মোজ্জাম্মেলের শাওন বাজারে বিদ্যুতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে অঙ্গীকার তা বাস্তবায়নের অংশ হিসেবে মেঘনা বেষ্টিত চরাঞ্চলকেও বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে চরবাসীর শিক্ষা-যোগাযোগসহ জীবনমানের আরো উন্নয়ন করা হবে।
ভোলা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন জানান, তজুমদ্দিন চৌমহনী ঘাট সংলগ্ন বালিয়াকান্দি রাস্তার মাথা থেকে চর লাদেন পর্যন্ত মেঘনা নদীর তলদেশ দিয়ে ৩৮ কি. মি. দৈর্ঘ্য, ৪টি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চর মোজাম্মেল, চর শাওন, চর জহিরউদ্দিনসহ ৫টি চরে ৩২২ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়েছে। বর্তমানে ১ হাজার ৭৩৫ জনকে সংযোগ দেয়া হলেও পর্যাক্রমে ৮ হাজার ৬০০ জন বৈদ্যুতিক সুবিধার আওতায় আনা হবে।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন পল্লীবিদ্যুতের সাব-স্টেশনের সহকারী জেনারেল ম্যানেজার মো. ইয়াসিন মাহমুদ, ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ কিরণ, আবু তাহের মিয়া, মো. রাসেল মিয়া, মো. নূরনবী সিকদার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়