চট্টগ্রামে অসহায়দের কোরিয়ান অ্যাসোসিয়েশনের ক্যাশ টাকা বিতরণ

আগের সংবাদ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : তরুণদের সশস্ত্র বাহিনীতে আসতে উদ্বুদ্ধ করবে

পরের সংবাদ

চাচা আপন প্রাণ বাঁচা!

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভাষণ দিতে এসে অবশেষে প্রাণ বাঁচাতে হাইতির উত্তরাঞ্চলীয় শহর গোনাইভেস ছেড়ে পালিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। দ্য ওয়াশিংটন পোস্টের খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, অ্যারিয়েল হেনরি এবং দেশটির অন্য সরকারি কর্মকর্তারা স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে গোলাগুলি শুরু হলে প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী। দেশটির সংবাদ মাধ্যম লে নিউভেলিস্টের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নতুন বছরের প্রথম দিন সকালে অ্যারিয়েল হেনরি গোনাইভেসের এক চার্চের অনুষ্ঠানে অংশ নেন। এই দিনেই দেশটি ১৮০৪ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর সেখানে অস্ত্রধারী বেসামরিক লোকদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়। এরপর প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যান অ্যারিয়েল হেনরি ও অন্য কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়