নৌপুলিশের অভিযান : ৩৫ লাখ মিটার জাল জব্দ

আগের সংবাদ

পঞ্চম দফায়ও সারাদেশে ব্যাপক সহিংসতা > ভোটে ঝরল আরো ১১ প্রাণ : পুলিশের গাড়িতে আগুন, আহত শতাধিক, আটক অর্ধশত

পরের সংবাদ

মঠবাড়িয়ায় হিন্দু বাড়িতে হামলার প্রতিবাদ

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনের একদিন আগে নৌকা মার্কার প্রার্থীকে সমর্থন করায় হিন্দু বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের চিত্ত রঞ্জন বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বিকাল ৫টার দিকে ওই বড়ির সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা সুনীল সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সঞ্জীব বেপারি, অজিত রায়, নিত্য নন্দন চক্রবর্তী, বিপ্লব মিত্র প্রমুখ। বক্তারা বলেন, নৌকা মার্কার সমর্থন করায় বিদ্রোহী প্রার্থীর কর্মীরা স্থানীয় বাসিন্দা রঞ্জন মিস্ত্রিকে (৫০) ধাওয়া করে। এ সময় তিনি প্রাণ বাঁচাতে চিত্ত রঞ্জন বেপারির ঘরে আশ্রয় নেন। সেখানে গিয়ে হামলকারীরা তাকে হাতুড়িপেটা করে। তাকে বাঁচাতে গিয়ে চিত্ত রঞ্জন বেপারির স্ত্রী আরতী রানী (৬০) আহত হন। পরে ওই ঘরে বস্তায় থাকা ধান মাটিতে ফেলে দেয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
মঠবাড়িয়া থনার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়