নৌপুলিশের অভিযান : ৩৫ লাখ মিটার জাল জব্দ

আগের সংবাদ

পঞ্চম দফায়ও সারাদেশে ব্যাপক সহিংসতা > ভোটে ঝরল আরো ১১ প্রাণ : পুলিশের গাড়িতে আগুন, আহত শতাধিক, আটক অর্ধশত

পরের সংবাদ

নির্বাচন আজ : ফুলছড়ির ৩৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : আজ বুধবার ফুলছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে পঞ্চম ধাপের ভোট গ্রহণ হবে। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হয়। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে ইভিএমের মাধ্যমে গ্রহণ হচ্ছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জনসহ ৩৬ জন, সাধারণ ইউপি সদস্য পদে ২১৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭ জনসহ মোট ৩৫১ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান জানিয়েছেন, ৬টি ইউনিয়নের ৫৭টি কেন্দ্রের ৫৭ জন প্রিসাইডিং অফিসার, ৩১৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৬২৮ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করছেন। উপজেলার ৩৯টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নিয়ে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়