নৌপুলিশের অভিযান : ৩৫ লাখ মিটার জাল জব্দ

আগের সংবাদ

পঞ্চম দফায়ও সারাদেশে ব্যাপক সহিংসতা > ভোটে ঝরল আরো ১১ প্রাণ : পুলিশের গাড়িতে আগুন, আহত শতাধিক, আটক অর্ধশত

পরের সংবাদ

চট্টগ্রাম বন্দর : সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : জ্ঞাত আয়-বহির্ভূত কোটি টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে চট্টগ্রাম বন্দরের সাবেক সহকারী হারবার মাস্টার আমানত উল্যাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী গত সোমবার বিকালে চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ তাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেন। গতকাল মঙ্গলবার তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। একটি মামলায় আমানত উল্যাহর বিরুদ্ধে ৪৫ লাখ ৫৫ হাজার ৮৩০ টাকার জ্ঞাত আয়ের অভিযোগ আনা হয়। তাতে বলা হয়, আমানত উল্যাহ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে নিজ ভোগ দখলে রেখে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় অপরাধ করেছেন। অন্য মামলায় তার স্ত্রী দিলোয়ারা বেগমের বিরুদ্ধে ৫৯ লাখ ৭৫ হাজার ৮৬৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে দালিলিক প্রমাণ পাওয়ায় বন্দর কর্তৃপক্ষের সাবেক সহকারী হারবার মাস্টার আমান উল্যাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছে। দুদকের দীর্ঘ অনুসন্ধানে তাদের অবৈধ সম্পদ থাকার বিষয়টি প্রমাণ পাওয়া গেছে। প্রসঙ্গত, আমানত উল্যাহ প্রায় পাঁচ বছর আগেই চাকরি হতে অবসর নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়