নৌপুলিশের অভিযান : ৩৫ লাখ মিটার জাল জব্দ

আগের সংবাদ

পঞ্চম দফায়ও সারাদেশে ব্যাপক সহিংসতা > ভোটে ঝরল আরো ১১ প্রাণ : পুলিশের গাড়িতে আগুন, আহত শতাধিক, আটক অর্ধশত

পরের সংবাদ

অ্যাম্বুলেন্স থেকে ফেনসিডিল জব্দ আদিতমারীতে

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, লালমনিরহাট : আদিতমারীতে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় চালক আব্দুর রাজ্জাক ও মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) আটক করা হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়াবাড়ি এলাকা থেকে অ্যাম্বুলেন্সসহ তাদের আটক করা হয়। আটক অ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মনগইড় গ্রামের মৃত সফর আলীর ছেলে। লিটন মিয়া একই উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, গত সোমবার কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সটি উপজেলার ভেলাবাড়ী নামক স্থানে পৌঁছালে সেখানে থাকা পুলিশের সন্দেহ হয়। আদিতমারী থানার এসআই জয়নাল আবেদীন জানান, সকালে ভেলাবাড়ী থেকে অ্যাম্বুলেন্সটি একতার মোড় হয়ে আদিতমারীর দিকে রওনা হয়। পুলিশ অ্যাম্বুলেন্সের পিছু নিলে চালক বিভিন্ন রুট পরিবর্তনের চেষ্টা করে। একপর্যায়ে আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বাসা সংলগ্ন বড়বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৬৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম বলেন, আটক দুজনের মধ্যে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় আরো চারটি মামলা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়