মেয়র প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা ২১ লাখ টাকা : নাসিক নির্বাচন

আগের সংবাদ

নতুন কারিকুলাম নিয়ে তালগোল : কাজ চলছে এনজিওর প্রেসক্রিপশনে > কমিটি থেকে ৪ বিশেষজ্ঞের পদত্যাগ > বই ছাপা হয়নি তবু পাইলটিং

পরের সংবাদ

শেখ রাসেলকে হারিয়ে সেমিতে রহমতগঞ্জ

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কমলাপুরে গতকাল ফেডারেশন কাপে শেষ আটের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রহমতগঞ্জ। গোল-সমতা, গোল-সমতা, শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে খন্দকার আশরাফুল ইসলাম রানার গোলে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটি জিতে নেয় রহমতগঞ্জ। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিনের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ঢাকা আবাহনী।
এর আগে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী কামাল স্টেডিয়ামে গতকাল ম্যাচের শুরুতেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় রহমতগঞ্জ। দুই গোলে এগিয়ে সহজ জয়ের পথে ছিল ক্লাবটি। তবে তখনো ম্যাচের রোমাঞ্চ শেষ হয়নি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে শেখ রাসেল ক্রীড়া চক্র। এরপর একের পর এক গোলে ক্ষণে ক্ষণে বদলায় ম্যাচের রং। শেষ পর্যন্ত সাত গোলের রোমাঞ্চে জিতে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠল রহমতগঞ্জ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল তৃতীয় কোয়ার্টার ফাইনালে ৪-৩ গোলে জেতে রহমতগঞ্জ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ৩-৩ সমতায় শেষের পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে পার্থক্য গড়ে দেন খন্দকার আশরাফুল ইসলাম। ২০১২ সালে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন শেখ রাসেল পায় ম্যাচে প্রথম সুযোগ। সপ্তম মিনিটে রহমত মিয়ার বাঁকানো ফ্রি কিকে বক্সের ভেতরে লাফিয়ে মান্নাফ রাব্বীর হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
একটু একটু করে গুছিয়ে ওঠা রহমতগঞ্জ এগিয়ে যায় ম্যাচের ২৮ মিনিটে। মাঝমাঠ থেকে সানডে চিজোবার থ্রæ পাস ধরে বক্সে ঢুকে পড়েন ফিলিপ আজাহ। দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে ডান পায়ের জোরালো কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ঘানার এ ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে দারুণ জমে ওঠে ম্যাচ। ৩৭ মিনিটে বক্সের একটু বাইরে থেকে শেখ রাসেলের পর্তুগিজ ফরোয়ার্ড ইসমায়েল রুতি তাবারেজের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ম্যাচের ৪৩ মিনিটে তিনবার চেষ্টা করেও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি রহমতগঞ্জ। বক্সের ডান দিক থেকে আজাহর জোরালো শট আটকান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এরপর সানডের ফিরতি শটও রানার গায়ে লেগে ফিরে আসে। সর্বশেষ ছয় গজ দূর থেকে এনামুল ইসলাম গাজীর শট গোললাইন থেকে ফেরান সাদউদ্দিন।
এর পরের মিনিটে শেখ রাসেলের ডিফেন্ডার রহমতের ফ্রি কিক পোস্টে লেগে ফেরার পর পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে নেয় রহমতগঞ্জ। ওয়ালী ফয়সালের পাস ধরে আজাহ গায়ের সঙ্গে সেঁটে থাকা সাদউদ্দিনের বাধা পেরিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন। ম্যাচের ৫২ মিনিটে বক্সে আজাহ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রহমতগঞ্জ। কিন্তু ঘানার এ ফরোয়ার্ডের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান রানা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার চিয়াগো এদুয়ার্দো দো আমারাল ঝলক দেখান ৬৩ মিনিটে। ৩০ গজ দূর থেকে কাছের পোস্টের ওপরের কোনা দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় শেখ রাসেল। ম্যাচের ৮০তম মিনিটে তাবারেজকে বক্সে সিওভুস আসরোরভ ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল। কিরগিজস্তানের ডিফেন্ডার আইজার আখমেদভের বুলেট গতির স্পট কিক ফেরানোর কোনো সুযোগ পাননি গোলরক্ষক রকিবুল হাসান তুষার। ৪ মিনিট পর তাবারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে শেখ রাসেলকে এগিয়ে নেন এইলতন মাচাদো দি সৌজা রোজা। গোলের উদযাপনে জার্সি খুলে হলুদ কার্ড দেখেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৮৯ মিনিটে আজাহর দূরপাল্লার শট বক্সে নাসিরউদ্দিন চৌধুরীর পায়ে লাগার পর তার সামনে থাকা সানডে ত্বরিত শটে সমতা টানেন।
এরপর অতিরিক্ত সময়ের প্রথমার্ধে শেখ রাসেলের রক্ষণে বেশ চাপ দিলেও গোল পায়নি রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে আজাহর সাইড নিচু ভলি রানার বুকে লেগে ফেরে। রোমাঞ্চকর ম্যাচে ১১৮তম মিনিটে জয়সূচক গোলটি করে রহমতগঞ্জ। সানডের ছোট পাসে মোহাম্মদ স্বাধীনের শট গোলরক্ষক ফেরানোর পর সামনে থাকা খন্দকার আশরাফুল ইসলাম নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন। জার্সি খুলে উল্লাস করতে গিয়ে তিনিও দেখেন হলুদ কার্ড। এদিকে টানা দুই আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গেল শেখ রাসেল। এর আগে স্বাধীনতা কাপের সেরা আটে পুলিশ এফসির কাছে হেরেছিল তারা।
এদিকে রহমতগঞ্জ গ্রুপ পর্বের একমাত্র ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ড্র করে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র টুর্নামেন্টে অংশ না নেয়ার তারা সহজ সমীকরণে চলতি ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। আগামী ৬ জানুয়ারি সেমিতে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী অথবা শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
অর্থাৎ আসরের শেষ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল সেমিতে তাদের প্রতিপক্ষ হবে। এর আগে ফেডারেশন কাপে রহমতগঞ্জের সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৯-২০ মৌসুমে রানার্সআপ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়