মেয়র প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা ২১ লাখ টাকা : নাসিক নির্বাচন

আগের সংবাদ

নতুন কারিকুলাম নিয়ে তালগোল : কাজ চলছে এনজিওর প্রেসক্রিপশনে > কমিটি থেকে ৪ বিশেষজ্ঞের পদত্যাগ > বই ছাপা হয়নি তবু পাইলটিং

পরের সংবাদ

ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা : আহত ৪

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রূপগঞ্জে ফুটবল খেলায় হেরে গিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিপক্ষের ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার সাওঘাট এলাকার পল্লী বিদ্যুৎ বালুর মাঠ এলাকায়।
হামলায় আহত পারভেজ মোল্লা জানান, স্থানীয়ভাবে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফুটবল প্রিমিয়ার লীগ আয়োজন করা হয়। রবিবার সাওঘাট দক্ষিণপাড়ার সঙ্গে উত্তরপাড়ার অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তরপাড়া পরাজিত হয়। ট্রাই ব্রেকারে খেলার রেজাল্ট সমাধান হয়। ওই দিন হারের বিষয়টি উত্তরপাড়ার লোকজন সহজে মেনে নিতে চাননি। এ নিয়ে খেলার মাঠে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে উত্তরপাড়ার নওশা, টিটু, হিরা, মীর হীরা, অলি, ওপেল ও অজ্ঞাতনামা ৮-১০ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে দক্ষিণপাড়ার পারভেজ মোল্লা, রবিউল, আশিক ও রিয়াদকে পিটিয়ে আহত করে।
তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পারভেজ মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ওই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়