মেয়র প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা ২১ লাখ টাকা : নাসিক নির্বাচন

আগের সংবাদ

নতুন কারিকুলাম নিয়ে তালগোল : কাজ চলছে এনজিওর প্রেসক্রিপশনে > কমিটি থেকে ৪ বিশেষজ্ঞের পদত্যাগ > বই ছাপা হয়নি তবু পাইলটিং

পরের সংবাদ

দুদকের নতুন সচিব মাহবুব হোসেনের যোগদান

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে মো. মাহবুব হোসেন যোগদান করেছেন। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে রবিবার দুদকের সদ্য সাবেক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির এক আদেশে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা মাহবুব হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে বদলি করা হয়। মাহবুব হোসেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন। তার আগে ২০২০ সালের ১০ ডিসেম্বর খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে দুদকের সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
এক বছরের মাথায় তাকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়