মেয়র প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা ২১ লাখ টাকা : নাসিক নির্বাচন

আগের সংবাদ

নতুন কারিকুলাম নিয়ে তালগোল : কাজ চলছে এনজিওর প্রেসক্রিপশনে > কমিটি থেকে ৪ বিশেষজ্ঞের পদত্যাগ > বই ছাপা হয়নি তবু পাইলটিং

পরের সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় : মানসিক চিকিৎসা সেবার দ্বার খুলল

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জবি প্রতিনিধি : ‘সুস্থ মন সুস্থ জীবন, গড়ে তুলি সুন্দর ভুবন’ সেøাগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বার খুলল মানসিক চিকিৎসা সেবার। গতকাল সোমবার ভাষা শহীদ রফিক ভবনে মেডিকেল সেন্টারের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এ সময় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মানসিক চিকিৎসা দিবে সেন্টারটি। পড়ালেখা চলাকালে নানা সমস্যায় পরামর্শও পাবে তারা। এছাড়া শিক্ষকরা প্রয়োজন মনে করলে সেবা নিতে পারবেন সেন্টার থেকে।
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ড. সানজিদা খান এবং উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কাউন্সিলিং কমিটির আহ্বায়ক মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ বলেন, পড়ালেখা চলাকালে শিক্ষার্থীরা নানা কারণে মানসিক সমস্যায় ভোগে। কোন সময় কোন সিদ্ধান্ত নিতে হবে দ্বিধায় পড়ে। পড়ালেখায় মন বসে না। পড়ালেখা ও এর পাশাপাশি নানা চাপ থাকে। এ সময় কাউন্সিলিং না করলে আত্মহত্যার মতো পথও বেছে নেয়ার প্রবণতা থাকে। এ বছর ৬ জন জবি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাই কোনো সংকোচ না করে কাউন্সিলিং সেন্টারে আসলে শিক্ষার্থীরা সেবা পাবে। কর্মকর্তা ও শিক্ষকদেরও এ সেবার আওতায় আনা হবে। কাউন্সিলিং সেন্টার উদ্বোধনসহ এদিন মানসিক সেবার সচেতনায় র‌্যালি, মানসিক স্বাস্থ্য পরিমাপ, নির্দেশনা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়