মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

শিরোনামহীনের ২৫ বছর

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে ‘শিরোনামহীন’ নিঃসন্দেহে এই প্রজন্মের সবার মাঝে পরিচিত একটি নাম। আলোচিত এই রক ব্যান্ডটির সম্প্রতি ২৫ বছর পূর্ণ হচ্ছে। এই রজতজয়ন্তী উপলক্ষে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি “ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল” (পূর্বে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন নামে পরিচিত), শিরোনামহীনের সঙ্গে যুক্ত হয়ে আয়োজন করতে যাচ্ছে বছরব্যাপী ইভেন্ট প্যানেলের। ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’ এজেন্সিটি এর আগেও সফলভাবে দুটো বিশাল কনসার্টের আয়োজন করে মন জয় করে নিয়েছে অসংখ্য রক মিউজিক-প্রেমী মানুষদের। যোগাযোগ করে জানা গেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন সুদূর ইন্ডিয়ার মুম্বাই থেকে অর্কেস্ট্রা টিমকে নিয়ে আসছে শিরোনামহীনের সঙ্গে মেগা ইভেন্টের দিন পারফর্ম করার জন্য। মেটালিকা, স্করপিয়ন্সের মতো বিশ্ব কাঁপানো ব্যান্ড সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে পারফরম্যান্স করে সত্যিকারের মিউজিক লাভারদের হৃদয় জয় করলেও বাংলাদেশে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে রক ব্যান্ড কোলাবোরেশন এটাই প্রথম। ব্যান্ডটি মুম্বাই গিয়ে ২/৩ দিনের অর্কেস্ট্রার সঙ্গে প্র্যাকটিস করার কথা রয়েছে, অর্কেস্ট্রা টিম নিজেও ঢাকায় আসবে শিরোনামহীনের সঙ্গে প্র্যাকটিসের জন্য। এছাড়াও লাইভ অর্কেস্ট্রা শো তো থাকছেই মেইন মেগা ইভেন্টে। ‘২৫ ইয়ার্স অব শিরোনামহীন’ শিরোনামহীনের ফ্যানদের জন্যই শুধু নয়, বাংলাদেশের সব রক মিউজিকপ্রেমী দর্শকদের জন্য বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট হতে যাচ্ছে। ইভেন্টে থাকছে দেশের সেরা সাউন্ড প্যানেল, সাউন্ড ইঞ্জিনিয়ার, ফটো এবং ভিডিওগ্রাফার, সেই সঙ্গে রাখা হচ্ছে লাইট এবং ফায়ার শো। শিরোনামহীনের ওয়েবসাইট সাজানো হচ্ছে নতুন করে। তাদের ফ্যানবেসের জন্য খোলা হচ্ছে ‘শিরোনামহীন জাহাজী’, একটি ফ্যান ক্লাব ওয়েবসাইট যেখানে শিরোনামহীনের ফ্যানরা এক হতে পারবে একটি পরিবারের মতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়